সংস্কৃতি ও বিনোদন
0

রাজনৈতিক দলের হয়ে প্রচারণায় আমির খান!

গত বছর থেকেই সামাজিক মাধ্যমে ‘ডিপ ফেক’ নিয়ে চর্চা শুরু হয়েছে। এই ধরনের ছবির শিকার হয়েছেন একাধিক বলিউড তারকা। সেই তালিকায় রয়েছেন রশ্মিকা মন্দানা, প্রিয়াঙ্কা চোপড়া। এবার ভুয়া ছবির শিকার হয়েছেন আমির খান।

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি পোস্ট ভাইরাল হয়। সেখানে একটি বিশেষ রাজনৈতিক দলের হয়ে প্রচারের মুখ হিসেবে আমির খানকে তুলে ধরা হয়। রাজনৈতিক পোস্টে প্রিয় তারকার মুখ দেখে অনুরাগীদের একাংশ অবাক হয়েছিলেন। এরপরই সত্য অনুসন্ধানে শুরু হয় চুলচেরা বিশ্লেষণ। অবশেষে মুখ খুললেন আমিরের মুখপাত্র। তিনি এই প্রসঙ্গে একটি বিবৃতি প্রকাশ করেছেন।

সেখানে বলা হয়েছে, ‘আমির খান তাঁর ৩৫ বছরের ক্যারিয়ারে কখনও কোনো রাজনৈতিক দলের হয়ে প্রচার করেননি। তবে অতীতে ভোট নিয়ে মানুষের সচেতনতা বৃদ্ধিতে নির্বাচন কমিশনের উদ্যোগে তিনি একাধিকবার অংশ নিয়েছেন।’

কিন্তু আমিরকে নিয়ে ছড়িয়ে পড়া ভিডিওটি যে নকল, তা ওই বিবৃতিতে স্পষ্ট করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘যে ভিডিওতে আমির খান একটি রাজনৈতিক দলের হয়ে প্রচার করছেন বলা দাবি করা হচ্ছে, সেটি ভুয়া।’

ওই বিবৃতিতে জানানো হয়, ইতিমধ্যে বিষয়টি নিয়ে আমির খানের পক্ষ থেকে মুম্বাই পুলিশের সাইবার অপরাধ দমন শাখায় অভিযোগ দায়ের করা হয়েছে।

২৭ সেকেন্ডের যে ভিডিওটি প্রকাশ্যে এসেছে তা সম্ভবত কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে তৈরি করা হয়েছে। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে আমির খানের কণ্ঠস্বরও বদলে ফেলা হয়েছে।