আজ (মঙ্গলবার, ১৬ এপ্রিল) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে আয়োজিত ‘মিট দ্যা রিপোর্টার্স’ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী একথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘মাল্টিমোড ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা করতে হবে। আগে এয়ার, সি, রোড ও রেলের মাল্টিমোড ট্রান্সপোর্টশনের কোনো পরিকল্পনা ছিল না। আমরা সেটি করছি।’
বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘মাতারবাড়ীতে গভীর সমুদ্রবন্দর হয়েছে। এই বন্দরকে কেন্দ্র করে আমরা ফ্রি ওয়্যার হাউজিং হাব করতে চাই। আমাদের বহুমুখী পরিকল্পনা রয়েছে, সেভাবেই কাজ করছি।’
সব পলিসি কিংবা কাজ সবার পছন্দ হবে না জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের জনস্বার্থে কাজ করতে হবে। আর সব অংশীজনকেও কিন্তু খুশি করা যায় না। তাই আমরা সবসময় জনগণের স্বার্থ বিবেচনা করে কাজ করছি, আর সেটিই আমাদের লক্ষ্য।’
অনুষ্ঠানে ডিআরইউ সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যরা উপস্থিত ছিলেন।