বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি ধনী মানুষের বসবাস

বিশ্বে সবচেয়ে বেশি ধনী মানুষ বাস করে যুক্তরাষ্ট্রে। বর্তমানে বিশ্বজুড়ে অতিধনী মানুষের সংখ্যা ৬ কোটির ওপর। যাদের সম্পদ ৩ কোটি ডলারের বেশি। গত এক বছরে ধনী ও অতিধনী মানুষের সংখ্যাও বেড়েছে। এ তালিকায় ভারতের অবস্থান ১৪তম।

প্রতিবছরই বাড়ছে ধনী ও অতিধনী মানুষের সংখ্যা। বিশ্বে এখন তিন কোটি ডলার সম্পদের মালিক ৬ কোটির বেশি মানুষ। বছরের ব্যবধানে বিশ্বজুড়ে কোটিপতিদের সংখ্যা বেড়েছে ৪.২ শতাংশ। বিশ্বের অতিধনী মানুষেরা কোন কোন দেশে বাস করছে তার একটি তালিকা প্রকাশ করেছে ভিজ্যুয়াল ক্যাপিটালিস্ট।

তবে সম্পদশালী ব্যক্তিরা যেসব দেশে বাস করতে হুমড়ি খেয়ে পড়েছেন, সেসব দেশে প্রকৃত ধনীর সংখ্যা জানা নেই। সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোতে ধনীদের বিষয়ে কোন তথ্য নেই।

বিশ্বে মোট কোটিপতির প্রায় ৪০ ভাগের বসবাস মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে অতিধনীর সংখ্যা সোয়া ২ কোটি। গত এক বছরে যুক্তরাষ্ট্রে অতিধনীর সংখ্যা বেড়েছে সাড়ে ৭ শতাংশ। যুক্তরাষ্ট্রের ৬টি শহরে সবচেয়ে বেশি কোটিপতি মানুষের বসবাস। এগুলোর মধ্যে সবচেয়ে বেশি নিউইয়র্কের সাড়ে ৩ লাখ বাসিন্দা কোটিপতি। যা শহরের মোট জনসংখ্যার প্রায় ৪ শতাংশ। বিশ্বব্যাপী আর্থিক কেন্দ্র হিসেবে পরিচিত নিউইয়র্ক শহর।

যুক্তরাষ্ট্রের পরই চীনের অবস্থান। চীনে বসবাসরত অতিধনীর সংখ্যা ৬০ লাখ। বছরের ব্যবধানে দেশটিতে বড়লোক মানুষের সংখ্যা বেড়েছে ৩.৩ শতাংশ। বিশ্বের অতিধনীদের প্রায় ১৬ শতাংশের বসবাস চীনে। বিশেষ করে হ্যাংজো এবং শেনজেনের মতো অর্থনৈতিক অঞ্চলগুলোতে কোটিপতিদের বসবাস বেশি।

ফ্রান্স ও জাপানে কোটিপতির সংখ্যা ২৮ লাখের মতো। এরপরই আছে জার্মানি ও যুক্তরাজ্য। এই দুই দেশে কোটিপতির সংখ্যা ২৬ লাখ করে। শীর্ষ দশ দেশের মধ্যে আছে কানাডা, অস্ট্রেলিয়া, ইতালি ও কোরিয়া। আর ভারতের অবস্থান ১৪তম।

আঞ্চলিক পরিসংখ্যানে দেখা যায়, সবচেয়ে বেশি সংখ্যক ধনী মানুষ বাস করে উত্তর আমেরিকায়। এরপরই আছে ইউরোপ এবং এশিয়া। তালিকার সবচেয়ে তলানীতে আফ্রিকা মহাদেশ।

ইউবিএস এর তথ্য মতে, ২০২৭ সালের মধ্যে বিশ্বে কোটিপতির সংখ্যা দাঁড়াবে সাড়ে ৮ কোটি।