ফাঁকা ঢাকাও বায়ুদূষণে শীর্ষ দশে

0

ঈদের আনন্দ প্রিয়জনের সঙ্গে ভাগাভাগি করতে রাজধানীর মানুষ ফিরেছে ঘরে। শহরের রাস্তাঘাট এখন ফাঁকা, নেই যানবাহন। তারপরও বায়ুদূষণে পৃথিবীর শীর্ষ দশের মধ্যে ঢাকা।

আজ (বৃহস্পতিবার, ১১ এপ্রিল) সকাল সাড়ে নয়টায় বিশ্বের ১০০ টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ছিল সপ্তম। এসময়ে রাজধানীতে আইকিউএয়ারের বাতাসের মানসূচক ১৫৯।

আইকিউএয়ারের মানসূচকে আজ সকালে শীর্ষে ছিল ভারতের দিল্লি, স্কোর ২৭৫। দ্বিতীয় নেপালের কাঠমান্ডু, আর তৃতীয় ভারতের কলকাতা। শহর দুটির স্কোর যথাক্রমে ১৯৯ ও ১৯৪।

একদিন আগে বুধবার (১০ এপ্রিল) ঢাকা ছিল তিন ধাপ এগিয়ে চতুর্থ অবস্থানে।

সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার বায়ুদূষণ পর্যবেক্ষণ করে বায়ু কতটা নির্মল বা দূষিত তা জানিয়ে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে। এই মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা গ্রহণযোগ্য বলে ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর বায়ু আর ২০১ থেকে ৩০০ হলে তা খুবই অস্বাস্থ্যকর ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর মধ্যে আছেন বয়স্ক, শিশু, অন্তঃসত্ত্বা ও জটিল রোগে ভোগা মানুষ।

এসএসএস

আরও পড়ুন: