ইউরোপ
বিদেশে এখন
0

বন্যার কবলে রাশিয়া ও কাজাখস্তান

পর্বতের বরফ গলে নদীর পানি বেড়ে ভয়াবহ বন্যার কবলে পড়েছে রাশিয়া ও কাজাখস্তান।

অন্তত ১ লাখ মানুষকে নিরাপদে সরিয়ে নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ৭০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় উরাল পর্বতের নিচে, সাইবেরিয়া আর কাজাখস্তানের উরাল ও তোবোল নদী সংলগ্ন কিছু এলাকার অবস্থা বিপজ্জনক।

ইউরোপের তৃতীয় বৃহত্তম নদী উরাল, রাশিয়া আর কাজাখস্তানের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে কাস্পিয়ান সাগরে পড়েছে। রাশিয়ার অরস্ক ও ওরেনবার্গ শহরে পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে।

উরাল পর্বত আর সাইবেরিয়ার হিমবাহ গলে এই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।


এসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর