দেশে এখন
0

ঈদ উপলক্ষে ডিএমপির যেসব নির্দেশনা মানতে হবে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মানুষের যাতায়াত নির্বিঘ্ন ও আনন্দময় করতে বেশকিছু নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

নির্দেশনাগুলো হলো-

১. টার্মিনালের ভেতর থেকে বাসে যাত্রীদের উঠা-নামানোর কাজ করতে হবে। কোনো অবস্থাতেই টার্মিনাল থেকে বের হয়ে সড়কে পার্কিং করে বাসে যাত্রী উঠা-নামানো যাবে না ।

২. গণপরিবহনগুলো নির্ধারিত সংখ্যার অতিরিক্ত যাত্রী বহন করবে না। বিশেষ করে, ছাদে কোনো যাত্রী ঝুঁকি নিয়ে যাত্রা করবেন না।

৩. দূরপাল্লার গণপরিবহনগুলো মহানগরীর মধ্যে যাত্রী উঠা-নামার কাজ করবে না।

৪. যাত্রার শুরুতে যাত্রীদের নিজ নিজ মালামাল নিরাপদে রাখার জন্য আহ্বান ডিএমপির।

৫. যাত্রাকালে যাত্রীদের অপরিচিত কোনো ব্যক্তির দেওয়া খাবার গ্রহণ না করার আহ্বান।

৬. মোটরসাইকেলে দূরপাল্লার যাত্রীদের অবশ্যই যাত্রাকালীন হেলমেট পরতে হবে।

৭. ঝুঁকি পরিহার করার জন্য মোটরসাইকেল যাত্রীদের অতিরিক্ত মালামাল বহন না করার আহ্বান ডিএমপির।

৮. দূরপাল্লার যাত্রার ক্ষেত্রে ঢাকা থেকে মোটরসাইকেলে দুইয়ের অধিক যাত্রী না উঠার আহ্বান।

৯. যারা নিজস্ব গাড়িতে বা মোটরসাইকেলে ঢাকা থেকে দূরপাল্লার যাত্রায় অংশীদার হবেন তাঁরা নিজ নিজ মালিকানাধীন যানবাহনের ফিটনেসের বিষয়টি নিশ্চিত হবে।

১০. যাত্রাকালে নিজ নিজ ব্যক্তি মালিকানাধীন যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র অবশ্যই যানবাহনের সঙ্গে থাকতে হবে।

১১. গণপরিবহনের ক্ষেত্রেও ফিটনেসের বিষয়টি মালিক/শ্রমিকরা নিশ্চিত করবেন এবং তা অবশ্যই যানবাহনের সঙ্গে রাখতে হবে।

১২. নগরবাসী এবং বাসমালিকদের কাছে অনুরোধ, যানবাহনের চালক যেন অপ্রাপ্ত বয়স্ক এবং অসুস্থ না থাকেন সে বিষয়টি বিশেষভাবে নজর দেওয়া।

১৩. যেসব যানবাহনে গ্যাস সিলিন্ডার ব্যবহৃত হচ্ছে, গ্যাস সিলিন্ডারটি যেন মেয়াদোত্তীর্ণ/ঝুঁকিপূর্ণ না থাকে সে বিষয়টি যাত্রা শুরুর আগে নিশ্চিত করতে হবে।

১৪. বাস যাত্রীদের বাসের অপেক্ষায় টার্মিনাল সংলগ্ন সড়কে দাঁড়িয়ে না থেকে সপরিবারে টার্মিনালের ভেতরে অবস্থান করবেন।

১৫. মার্কেটকেন্দ্রিক পথচারী/ক্রেতা-বিক্রেতাদের সড়ক পারাপারের ক্ষেত্রে ফুটওভার ব্রিজ/জেব্রা ক্রসিং ব্যবহার করতে হবে।

এই সম্পর্কিত অন্যান্য খবর
কাল বিচারিক কার্যক্রমে অংশ না নেয়ার ঘোষণা চট্টগ্রাম আইনজীবী সমিতির

পাকিস্তানে বিক্ষোভ: প্রাণ গেছে ৭ জনের

ভৈরবে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার

ইমরান খানের সঙ্গে কারাগারে দেখা করেছেন পিটিআইয়ের শীর্ষ নেতারা

ঋণের প্রলোভনে মানিকগঞ্জ থেকে ঢাকায়, আটক তিন

১৫ বছরে ১২০ কোটি টাকা ব্যয় করেও ইশারা থেকে বের হতে পারেনি ট্রাফিক বিভাগ

দুই বছর ধরে মর্গে পড়ে আছে দুই ভারতীয়র মরদেহ

বিস্ফোরক মামলায় গাজীপুরের ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

গোটা দুনিয়া দেখবে গণহত্যার বিচার স্বচ্ছ হয়েছে: চিফ প্রসিকিউটর
গোটা দুনিয়া দেখবে গণহত্যার বিচার স্বচ্ছ হয়েছে: চিফ প্রসিকিউটর

নতুন আইজিপি বাহারুল আলম ও ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী

সহজ বাহন রিকশা কি নাগরিক বিরক্তির কারণ হয়ে উঠলো!

ঘুরে দাঁড়াচ্ছে বিআরটিসি, লাভের পাশাপাশি বেড়েছে যাত্রী আগ্রহ
ঘুরে দাঁড়াচ্ছে বিআরটিসি, লাভের পাশাপাশি বেড়েছে যাত্রী আগ্রহ