ছাড়
বাজার
0

জনপ্রিয়তা বাড়ছে মার্সেল পণ্যের

মানুষের দৈনন্দিন জীবনে বাড়ছে ইলেকট্রনিক্স পণ্যের ব্যবহার। সেই চাহিদা পূরণে স্বল্প মূল্য ও বিদ্যুৎ সাশ্রয়ীসহ বিভিন্ন গৃহস্থালি ইলেকট্রনিক্স পণ্য ভোক্তাদের দুয়ারে পৌছে দিচ্ছে দেশীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেল। সাথে থাকছে কিস্তি সুবিধা, দীর্ঘ মেয়াদী ওয়ারেন্টি ও ক্যাশব্যাক অফার। তাই দিন দিন সিরাজগঞ্জের মানুষের কাছে জনপ্রিয়তা বাড়ছে মার্সেল পণ্যের।

সিরাজগঞ্জের এনায়েতপুরের ইউনিক মার্কেটিং এন্টারপ্রাইজ। সুসজ্জিত এই শোরুমে পাওয়া যায় টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, এসিসহ গৃহস্থালির কাজে প্রয়োজনীয় ইলেকট্রনিক্সের নানা পণ্য।

ঈদ উপলক্ষে দেশীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের এই শোরুমে চলছে তিনশ' টাকা থেকে ১০ লাখ টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার। একই সঙ্গে প্রতিটি পণ্য ক্রয়ে থাকছে নিশ্চিত উপহার। এছাড়া দীর্ঘ মেয়াদি ওয়ারেন্ট ও সহজ কিস্তি সুবিধার কারণে মার্সেলের প্রতি আগ্রহ বাড়ছে এখানকার ক্রেতাদের।

ক্রেতারা বলেন, 'মার্সেল কোম্পানির ফ্রিজ গুণগতমান খুব ভালো। কালার ও ডিজাইন খুব সুন্দর।'

ঈদ উপলক্ষে শোরুমটিতে ডিজিটাল ক্যাম্পাইনের সিজন-২০ অফার চলছে। এ ছাড়াও ৭২ ঘণ্টার হোম ডেলিভারি দিচ্ছে ইউনিক মার্কেটিং এন্টারপ্রাইজ।

শোরুমের বিক্রেতা বলেন, 'আমাদের ফ্রিজের যেকোনো সমস্যা হলে টেকনিশিয়ান সর্বোচ্চ ৭২ ঘণ্টার মধ্যে হোম সার্ভিস দিয়ে থাকে।'

ইউনিক মার্কেটিং এন্টারপ্রাইজের স্বতাধিকারী মো.মানিক ইসলাম বলেন, 'এখন সর্বনিম্ন ৩০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১০ লাখ টাকার অফার চলছে। এই অফারে কাস্টমার প্রচুর আগ্রহ দেখিয়ে শোরুমে আসছে।'

প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ বলেছ, দেশীয় ব্র্যান্ড মার্সেলের সুনাম রয়েছে বেশ আগে থেকেই। পণ্যের আন্তর্জাতিক গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি ক্রেতাদের সাধ্যের মধ্যে পণ্য পৌছে দিতে কাজ করছেন তারা।

মার্সেল গ্রুপের বিক্রয় উপ-সহকারী পরিচালক বলরাম চৌহান দূর্জয় বলেন, 'দাম কম হওয়ায় মার্সেলের চাহিদা দিন দিন বাড়ছে।'

দেশের চাহিদা পূরণের পাশাপাশি দেশের বাইরেও রপ্তানি হচ্ছে মার্সেলের পণ্য। গেল বছর ওয়ালটনের মিলিয়নিয়ার অফার দেশজুড়ে বেশ সাড়া জাগানোয় এবারও ক্রেতা আকর্ষণের কমতি নেই কোম্পানির ডিষ্ট্রিবিউটরদের।

ইএ