ফুটবল
এখন মাঠে
0

ফুটবলার তৈরিতে শীর্ষ শহর লন্ডন, সেরা দশে নেই আর্জেন্টিনার কোনো শহর

ক্লাব ফুটবল ইউরোপকেন্দ্রিক হয়ে উঠলেও, বিশ্ব ফুটবলের আঁতুড়ঘর বলা হয় লাতিন আমেরিকাকে। ব্রাজিল-আর্জেন্টিনাকে বলা হয় ফুটবলার তৈরির সূতিকাগার। তবে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার তৈরির তালিকায় ব্রাজিলের নাম থাকলেও নেই আর্জেন্টিনা।

ফিফা র‌্যাঙ্কিংয়ে বর্তমানে শীর্ষ দল আর্জেন্টিনা। এরপরই আছে যথাক্রমে ফ্রান্স, ইংল্যান্ড, বেলজিয়াম ও ব্রাজিলের মতো দলগুলো। কিন্তু ফুটবলার তৈরিতে শীর্ষে আছে কোন শহর?

নির্দিষ্ট করে বলা মুশকিল। তবে শীর্ষ আসরগুলোতে ফুটবলারের জোগান বা বাজারে তাদের চাহিদার ভিত্তিতে একটা তালিকা তো করাই যায়। আর এমন তালিকায় শীর্ষ সারিতে থাকছে ইংল্যান্ডের শহর লন্ডন।

প্রায় ৫৫ বছর ধরে কোনো আন্তর্জাতিক ট্রফি না জেতা ইংল্যান্ডের ফুটবলারদের বিশ্বজুড়েই আছে চাহিদা। নিজ দেশে তো বটেই, বিশ্বের অন্যান্য লিগগুলোতেও দাঁপিয়ে বেড়াচ্ছেন ইংলিশ ফুটবলাররা। ইংলিশ মিডিয়ার কল্যাণে হোক আর যেভাবেই হোক, দেশটির ফুটবলারদের বাজারদর সবসময়ই থাকে উঁচুতে। সে হিসাবেই, ফুটবলারদের বাজারদর বিবেচনায় শীর্ষ শহরের নাম লন্ডন।

এখানকার ২ হাজার ৭০০ এর বেশি ফুটবলার খেলছেন সবমিলিয়ে, যাদের সর্বমোট বাজার দর ১.৬ বিলিয়ন ইউরোর বেশি। এই শহরেরই শীর্ষ তারকা ফুটবলার বুকায়ো সাকা। আর্সেনালে খেলা এই উইঙ্গারের বর্তমান বাজার দর ১৩০ মিলিয়ন ইউরো। হ্যারি কেইন, ডিক্লান রাইসদের বাজারদরও ১০০ মিলিয়নের বেশি।

ফুটবলারদের মূল্য বিবেচনায় বিশ্বের দ্বিতীয় শীর্ষ শহর ফ্রান্সের প্যারিস। এখানকার এক কিলিয়ান এমবাপ্পের বাজারদরই ১৮০ মিলিয়ন ইউরো। তালিকায় এর পর আছে ব্রাজিলের সাওপাওলো, স্পেনের মাদ্রিদ, উরুগুয়ের মন্টেভিডিও, ব্রাজিলের রিও ডি জেনেরিও, পর্তুগালের লিসবন কিংবা নেদারল্যান্ডসের অ্যামস্টারডামও।

মজার ব্যাপার, ফুটবলারদের বাজারদরের ভিত্তিতে করা তালিকার শীর্ষ দশে নেই বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার কোনো শহরের নাম। শীর্ষ বিশে দেশটির একমাত্র শহর হিসেবে বুয়েন্স আয়ার্স আছে তালিকার ১১ নম্বরে। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালির কোনো শহরও নেই শীর্ষ দশের তালিকায়।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর