ব্যাংকপাড়া
অর্থনীতি
0

নতুন টাকার খোঁজে ব্যাংকে ব্যাংকে ছোটাছুটি

নতুন টাকা না পেলে যেন ঈদ পরিপূর্ণ হয় না। শুধু শিশু নয় বড়দেরও নতুন টাকা পছন্দ। তাই ব্যাংকে ব্যাংকে খোঁজা হচ্ছে নতুন টাকা। চাহিদা পূরণ করতে না পারায় জমজমাট হয়ে উঠেছে টাকার হাট। অতিরিক্ত টাকা দিয়ে কিনছেন নতুন টাকা।

ঈদের সালামি হওয়া চাই নতুন ও কড়কড়ে নোটে, শিশুদের চাওয়া এমনটাই। নতুন টাকা পেলে শুধু শিশু কেন, বড়দেরও চোখ-মুখে ফুটে উঠে আনন্দের ছাপ। তাই তো রোজা রেখে ভর দুপুরে নতুন টাকার খোঁজে অনেকেই ভিড় করেছেন গুলিস্তান-মতিঝিলের টাকার বাজারে।

টাকা করে হলে দাম বাড়ে না, কিন্তু কদর বাড়ে। নতুন বইয়ের মতো নতুন নোটের ঘ্রাণ নিতে পছন্দ করেন অনেকেই। ঈদ সালামিতে তাই নতুন টাকার চাহিদা বাড়ে। এ যেন অল্প টাকায় বেশি খুশি।

নতুন টাকা পাওয়ার মূল জায়গা ব্যাংক। দেশের ৩৩ ব্যাংকের ৮০টি শাখার মাধ্যমে দেওয়া হচ্ছে নতুন টাকা। ৯ এপ্রিল পর্যন্ত যে কেউ নির্দিষ্ট শাখা থেকে শুধু একবারই নতুন টাকা নিতে পারবেন। একজন গ্রাহক সর্বোচ্চ সাড়ে ১৮ হাজার টাকা পর্যন্ত নতুন নোট নিতে পারবেন। এতে দিতে হবে না অতিরিক্ত অর্থ। প্রতিটি শাখায় কমপক্ষে ৯০ জনকে নতুন নোট দেয়ার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

ব্যাংকে গিয়ে দেখা গেল নতুন টাকার খোঁজে দীর্ঘ লাইন। নির্দেশনায় ছিলো ৫, ১০, ২০, ৫০ ও ১০০ টাকার নতুন নোট মিলবে ব্যাংকে। তবে বাস্তবতা ছিলো ভিন্ন। নির্দিষ্ট দুএকটি নোট ছাড়া বাকিগুলো না পাওয়ার অভিযোগ করেন কেউ কেউ। তবে যতটুকু পাওয়া গেছে তাতেই অনেকে বাড়ি ফিরেছেন খুশি মনে।

এক ক্রেতা বলেন, ‘নতুন টাকা নেয়ার জন্য আসছি। উনারা বলছে শুধু ২০০ টাকার নোট আছে, অন্যগুলো নেই।’

টাকার হাটে, ৫ টাকার বান্ডিল কিনতে লাগছে ৬৩০ টাকা। অতিরিক্ত দিতে হচ্ছে ১৩০ টাকা। তবে সবচেয়ে বেশি চাহিদা ১০ টাকার নতুন নোটের। সেক্ষেত্রে অতিরিক্ত লাগছে ২৫০ টাকা। আর ১০০ টাকার নোট পেতে দিতে হচ্ছে অতিরিক্ত ২০০ টাকা। বছরের অন্যান্য সময়ের তুলনায় ঈদে নতুন টাকার দর বেড়ে যাওয়ায় স্বাভাবিকভাবে ক্ষুব্ধ ক্রেতা। কিন্তু তারপরও নতুন টাকা নিয়েই যেতে হবে বাড়ি।

বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, গত বছর নতুন টাকা ছাপানো হয়েছে প্রায় ৪০০ কোটি টাকা। আর এবছর তা কমে ১১০ কোটি টাকা। যে কারণে এবার নতুন নোট কম পাওয়া যাচ্ছে ব্যাংকগুলোতে। আর খোলা বাজারেও বিক্রি হচ্ছে বেশি দামে। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, নতুন টাকা কম ছাপানোর কারণ, বাজারে তারল্য বেড়ে যেন মূল্যস্ফীতি না বাড়ে।

ড. মাহফুজ কবীর বলেন, 'নোট নোট বাজারে এসেছে। তবে সেটা পরিমাণে কম। এটা চলমাণ মৃদ্রানীতির বহিঃপ্রকাশ। বাংলাদেশ ব্যাংকের লক্ষ্য মূল্যস্ফীতি কমানো।'

নতুন টাকা ঈদকে আনন্দময় করে। তাই পরিমাণ যাই হোক, ঈদ উদযাপনে নতুন টাকার আবেদন থাকে অম্লান।

এই সম্পর্কিত অন্যান্য খবর
কোটি টাকা আত্মসাৎ: তিন বছর পরও গ্রাহক ফেরত পায়নি টাকা

এস আলমের ঋণ আত্মসাৎ: কেন্দ্রীয় ব্যাংকের ৪৭ কর্মকর্তাকে তলব

খেলাপি ঋণের সব তথ্য সামনে আনলে ভয়াবহ তথ্য মিলবে!
খেলাপি ঋণের সব তথ্য সামনে আনলে ভয়াবহ তথ্য মিলবে!

এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যানসহ তিন কর্মকর্তার ব্যাংক হিসাব জব্দ

অনলাইনে আয়কর পরিশোধে চার্জ নির্ধারণ করে দিলো বাংলাদেশ ব্যাংক

আকুর দায় শোধের পর রিজার্ভ নামলো সাড়ে ১৮ বিলিয়নে

বেক্সিমকো গ্রুপের সম্পত্তি রক্ষণাবেক্ষণে কেন্দ্রীয় ব্যাংকের রিসিভার নিয়োগ

'রমজানে বেশি চাহিদার পণ্য আমদানিতে এলসি মার্জিন ও ঋণসীমা উঠিয়ে দেয়া হবে’
'রমজানে বেশি চাহিদার পণ্য আমদানিতে এলসি মার্জিন ও ঋণসীমা উঠিয়ে দেয়া হবে’

সার্কফাইন্যান্স নেটওয়ার্কের চেয়ারপার্সন হলেন গভর্নর

ফরেন কারেন্সি ডিপোজিটের ওপর সুদহারের সীমা তুলে নিলো বাংলাদেশ ব্যাংক

পুঁজিবাজার নিয়ে শিগগিরই অর্থ মন্ত্রণালয়ের সাথে বৈঠকে বসছে বিএসইসি

অক্টোবরের ২৬ দিনে রেমিট্যান্স এসেছে ২৩ হাজার কোটি টাকা