ছাড়
বাজার
0

দেশীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ডে বেড়েছে ক্রেতার আগ্রহ

ইজামুল এহসান

ঈদ সামনে রেখে শুধু পোশাক আর প্রসাধনী নয় চাহিদা বেড়েছে ইলেকট্রনিক্স পণ্যেরও। এই চাহিদা মাথায় রেখে দেশীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলে রয়েছে বিভিন্ন অফার। গুণগত মান, এক্সচেঞ্জ সুবিধা, ডিসকাউন্ট ও কাস্টমার সার্ভিসে আকৃষ্ট হচ্ছেন নোয়াখালীর ক্রেতারা। কিনছেন পছন্দের টিভি, ফ্রিজ, এসিসহ বিভিন্ন পণ্য।

নোয়াখালীর বাণিজ্য কেন্দ্র খ্যাত চৌমুহনী বাজারের বর্ণা ইলেকট্রনিক্সের শো-রুম। সুসজ্জিত এই শোরুমে মার্সেলের টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, এয়ারকন্ডিশনার ও ফ্যানের সাথে পাওয়া যাচ্ছে ওভেন, রাইস কুকার, ব্লেন্ডারসহ নানা গৃহস্থালি পণ্য। নজর কাড়া ডিজাইনের সঙ্গে থাকছে দীর্ঘমেয়াদি ওয়ারেন্টি।

ক্রেতারা বলেন, 'আমি একটা এসি কেনার জন্য শোরুমে এসেছি। মার্সেল প্রোডাক্ট ভালো এবং অফার চলছে এখন তাই কিনতে এসেছি।'

গরমে নিজেকে ক্লান্তিমুক্ত রাখতে অনেকে কিনে নিচ্ছেন এসি। এক্সচেঞ্জ অফারে অনেকে আবার পুরাতন এসি পরিবর্তনের সুযোগ পাচ্ছেন। এছাড়া ঈদ উপলক্ষে মার্সেলের শোরুমে চলছে ৩শ টাকা থেকে ১০ লাখ টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার আর প্রতিটি পণ্য ক্রয়ে থাকছে নিশ্চিত উপহার। আবার ক্রেতাদের যে কেউ হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ঈদ উপলক্ষে চলছে ডিজিটাল ক্যাম্পেইনের সিজন-২০ অফার।

ক্রেতারা বলেন, '১০ লাখ টাকার অফার চলছে এই কারণে ফ্রিজ কিনে যদি আমি পেয়ে যায় ১০ লাখ টাকা তাই একটা ফ্রিজ কিনতে আসছি।'

বর্ণা ইলেকট্রনিক্সের প্রোপাইটার মিল্লাত হোসেন সুমন বলেন, 'প্রোডাক্টের গুনগত মান এবং সার্ভিস সব কিছু অনেক ভালো। মার্সেলের প্রোডাক্ট কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির। আমরা সবার আগে সার্ভিসের গুরুত্ব দিয়ে থাকি।'

পণ্যে ছাড় আর নিত্য নতুন প্রযুক্তির সংযোজনের কারণে আগের চেয়ে ক্রেতাদের সাড়া বেশি পাওয়া যাচ্ছে।

মার্সেলের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আ.ন.ম মহিবুল্লাহ বলেন, 'কাস্টমার আগ্রহ নিয়ে আমাদের শোরুমে আসছে। তারা পণ্য কিনে বিভিন্ন ধরনের পুরস্কার পাচ্ছে।'

গত এক দশকে দেশের ইলেকট্রনিক্স বাজারে ঘটেছে বড় ধরনের প্রবৃদ্ধি। চ্যালেঞ্জিং এই সময়ে পণ্যের গুনগত মান বৃদ্ধির ধারাবাহিকতা অব্যাহত রাখবে বলছেন দেশীয় ব্র্যান্ড মার্সেলের কর্মকর্তারা।

ইএ