বিদেশে এখন , উত্তর আমেরিকা
প্রবাস

কানাডায় জমে উঠেছে বাংলাদেশিদের ঈদের কেনাকাটা

ঈদ সামনে রেখে দেশের মতো কানাডার বাজারও এখন জমজমাট। অন্টারিও প্রদেশের টরন্টো,হ্যামিল্টনসহ বিভিন্ন শহরে বসেছে মেলা। যা চলবে চাঁদরাত পর্যন্ত। এসব মেলায় যেকোনো দেশের নাগরিকদের তুলনায় বাংলাদেশিদের উপস্থিতি সব থেকে বেশি।

কানাডার প্রতিটি প্রদেশেই বাংলাদেশিদের উপস্থিতি এখন চোখে পড়ার মতো। যতই দিন যাচ্ছে এই সংখ্যা বাড়ছে। গবেষণা বলছে, কানাডায় মুসলিমদের সংখ্যাও বাড়ছে ক্রমান্বয়ে। বিশেষত বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ পশ্চিম এশিয়ার দেশগুলোর মুসলিমরা আবাস গড়ছেন উত্তর আমেরিকায়। তাই পবিত্র মাহে রমজান ও ঈদ এখন গুরুত্বপূর্ণ উৎসব কানাডাজুড়ে।

ঈদের সঙ্গে জড়িয়ে আছে নতুন জামা-কাপড়, কিংবা নতুন পণ্য কেনার ঐতিহ্য। ফলে বৃহত্তর অন্টারিও'র বিভিন্ন এলাকায় বসেছে মেলা। এতে অংশ নিচ্ছেন বাংলাদেশি ব্যবসায়ীরাও।

একজন ক্রেতা বলেন, 'বিভিন্ন প্রসাধনী, জামা কাপড়, জুয়েলা এছাড়াও রমজান ও ঈদ সংক্রান্ত জিনিসগুলো পাওয়া যাচ্ছে এসব দোকানে।'

সাধ্যের মধ্যে এক ছাদের নিচে সবকিছু মিলে যাওয়ায় কিনতে সময় লাগছে খুবই কম।

একজন ক্রেতা বলেন, 'আমি পরিবার নিয়ে প্রতিবছরই আসি এ মেলায়। এবারও এসেছি। প্রায় সবধরণের জিনিস পাওয়া যায় এ মেলায়।'

মেলায় কেবল ঈদের পণ্য কিনতে ভিড় করছেন প্রবাসীরা তা কিন্তু নয়। দেশিয় জামাকাপড়ের দোকানগুলোতেও উপস্থিতি চোখে পড়ার মতো। এছাড়া টরন্টোর ইটন সেন্টারসহ বিখ্যাত সব শপিংমলেও যাচ্ছেন বাংলাদেশিরা। ঈদ ঘিরে তাই গতি বেড়েছে কানাডার মন্থর অর্থনীতিতে।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর