শিক্ষা
দেশে এখন

নিরাপত্তার নিশ্চয়তা পেলে একাডেমিক কার্যক্রমে ফিরবেন বুয়েট শিক্ষার্থীরা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আন্দোলনরত শিক্ষার্থীরা বলেছেন, ‘আজ রোববার (৩১ মার্চ) আন্দোলন হয়নি বলে, আমরা আন্দোলন থেকে সরে আসছি এমনটি নয়। কোনো একক ছাত্র রাজনীতির বিরুদ্ধে নয়, আমরা সকল ছাত্র রাজনীতির বিরুদ্ধে।’

শিক্ষার্থীরা সাংবাদিকদের আরও বলেন, ‘ক্যাম্পাসে ছাত্র রাজনীতি না চাওয়ার মানে এই নয় যে, স্বাধীনতার শক্তি থেকে দূরে চলে যাওয়া। আমরা হিজবুত তাহরীরের বিপক্ষে, এই শক্তির উত্থান চাই না।’

এসময় কারো বিরুদ্ধে শিবিরের সংশ্লিষ্টতার প্রমাণ পেলে ব্যবস্থা নেয়ার দাবিও জানান শিক্ষার্থীরা।

ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ রাখার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, নিরাপত্তার অভাবে শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসেনি। নানাভাবে হুমকি-ধামকি দেয়া হয়েছে। ক্যাম্পাসের বাইরেও আন্দোলনরত শিক্ষার্থীরা অনিরাপদ বোধ করছেন।

তারা আরও জানান, আজ অবস্থান কর্মসূচি পালন করা না হলেও শিক্ষার্থীরা দাবি থেকে সরে আসেনি। শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন করেছে। এছাড়া মিডিয়ায় আন্দোলনরতদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলেও তারা দাবি করেন।

বুয়েট শিক্ষার্থীরা বলেন, ‘আমরা চাই না, ক্ষমতার লোভ ও অপসংস্কৃতি এসে আমাদের জিম্মি করে ফেলুক।’

এদিকে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা প্রচারণা না চালাতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

এই সম্পর্কিত অন্যান্য খবর