প্রবাস
0

আরব আমিরাতে বাংলাদেশি দোকানে বিক্রি বেড়েছে

রমজান ঘিরে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোয় জমে উঠেছে কেনাকাটা। কর্মব্যস্ততা শেষে সন্ধ্যা নামলে প্রবাসীরা ছুটে যান ছোট-বড় মুদি দোকান কিংবা সুপারশপে। দুবাই, শারজাহ, আবুধাবিসহ প্রাদেশিক শহর রাস আল খাইমাহতে প্রতিদিন দেখা যাচ্ছে এমন চিত্র।

পবিত্র রমজান মাসে আমিরাত প্রবাসীদের পছন্দের শীর্ষে থাকে দেশিয় খাদ্যপণ্য। তাই মাসের শুরু থেকেই ভিড় বেড়েছে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানে। দেশটির সাতটি প্রাদেশিক শহরে দেখা গেছে একই চিত্র।

ক্রেতারা বলেন, বাংলাদেশি দোকানগুলোতে আসতে ভালো লাগে। কারণ এখানে সব দেশি পণ্য থাকে। এখান থেকে কেনাকাটা করলে ছাড় পাওয়া যায়।

চাল, ডাল, মাছ ও মাংসের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর চলছে ছাড়। কোন কোন প্রতিষ্ঠান আবার ক্রেতার চাহিদা অনুযায়ী যোগান দিচ্ছেন দেশিয় পণ্য। চা খেজুরের যেমন চাহিদা বেড়েছে তেমনি শাক সবজি, ফলের বাজারও এখান বেশ জমজমাট।

বিক্রেতারা বলেন, রমজান উপলক্ষে চাল, ডাল, চিড়া বাংলাদেশ থেকে আমদানি করা হয়। ফলের চাহিদাও অনেক বেশি। বেচাকেনা ভালোই হচ্ছে।

ছোট-বড় সুপারশপে সন্ধ্যার পর থেকে ভিড় বাড়ে ক্রেতাদের। তারাবি নামাজের পর কেনাকাটা বাড়ে কয়েকগুণ। রমজান উপলক্ষে দেশটির হোটেল-রেস্তোরাঁর মতো নিত্যপণ্যের দোকানও খোলা থাকে মধ্যরাত পর্যন্ত।

ব্যবসায়ীদের আশা রোজার শেষ দিকে জমে উঠবে বাজার। ঈদ ঘিরে চাহিদা বাড়বে মিষ্টান্ন জাতীয় পণ্যের। তাই পণ্যের যোগান নিশ্চিতে কাজ করছেন তারা।

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর