বিদেশে এখন
0

গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে জাতিসংঘে ভোটাভুটি আজ

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পঞ্চমবারের মতো উত্থাপিত হতে যাচ্ছে হামাস-ইসরাইল যুদ্ধবিরতির প্রস্তাব। গেল সপ্তাহে চীন ও রাশিয়ার ভেটোর পর সংশোধন করায় যুক্তরাষ্ট্রের এবারের প্রস্তাবটি পাস হবার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলজাজিরার সূত্র। এদিকে গাজার আল শিফায় অভিযানের মধ্যেই আরও দুটি হাসপাতাল ঘিরে রেখেছে ইসরাইল সেনাবাহিনী।

প্রায় ৬ মাসব্যাপী হামাস-ইসরাইল যুদ্ধ এবার বিরতির দ্বারপ্রান্তে। যুক্তরাষ্ট্রের উত্থাপিত যুদ্ধবিরতি প্রস্তাবের ওপর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভোটাভুটি হবে সোমবার (২৫ মার্চ) বাংলাদেশ সময় রাত ৮টায়।

যুদ্ধ শুরুর পর তিনবার বিরতির প্রস্তাবে ভেটো দেয় যুক্তরাষ্ট্র। গেল সপ্তাহে অসম্পূর্ণ মার্কিন প্রস্তাবে বাধ সাধে রাশিয়া ও চীন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার সূত্র বলছে, প্রস্তাবটিতে সংশোধনী আনায় এবার ভেটো দিবে না কোনো পক্ষই। ফলে নিরাপত্তা পরিষদে পাস হতে পারে যুদ্ধবিরতির প্রস্তাব।

গাজার আল শিফা হাসপাতালে সপ্তাহব্যাপী ইসরাইলি অভিযানের মধ্যেই এবার ঘিরে ফেলা হয়েছে আল আমাল ও আল নাসের হাসপাতাল। হামাস যোদ্ধাদের নির্মূলের নামে চলছে নিরীহ মানুষকে হত্যা। হাসপাতাল খালি করতে বোমা ফেলছে আইডিএফ সেনারা। এরইমধ্যে ১৭০ হামাস যোদ্ধাকে আল শিফা হাসপাতালে হত্যার দাবি ইসরাইলের। তবে হাসপাতালে কোনো যোদ্ধার উপস্থিতি নেই বলে দাবি হামাসের।

আইডিএফের সাউদার্ন কমান্ডের কমান্ডার অফিসার এমজি ইয়ারন ফিনকেলম্যান বলেন, 'এখানে শত শত হামাস যোদ্ধা লুকিয়ে আছে। আমাদের অভিযান শেষ হবে তখনই, যখন আমরা শেষ যোদ্ধাকে এখানে হত্যা কিংবা আটক করবো। এই অভিযান খুবই গুরুত্বপূর্ণ।'

অনাহার ও অপুষ্টিতে বাড়তে থাকা মানবিক বিপর্যয়ের মধ্যে উত্তর গাজায় ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘ শরণার্থী সংস্থার ত্রাণবহর প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ইসরাইল। মারাত্মক খাদ্য সংকটে থাকা উত্তর গাজার ৭০ শতাংশ মানুষের বেঁচে থাকার একমাত্র সম্বল সংস্থাটির ত্রাণ। এমন সিদ্ধান্তের কঠোর নিন্দা জানিয়ে দ্রুত সড়কপথে ত্রাণ সরবরাহ চালুর আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর