দেশে এখন
0

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সন্ধ্যায় স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

প্রধানমন্ত্রীর স্পিস রাইটার এম নজরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী আজ সন্ধ্যা সাড়ে ৭টায় ভাষণ দেবেন।

তার এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার পাশাপাশি বেসরকারি টিভি চ্যানেল এবং রেডিও স্টেশন একযোগে সরাসরি সম্প্রচার করবে।

গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর পঞ্চম মেয়াদে এবং টানা চতুর্থবারের মতো দায়িত্ব গ্রহণের পর স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির উদ্দেশে এটিই হবে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ।

আসু