ফুটবল
এখন মাঠে

অবশেষে জয়ের মুখ দেখলো ব্রাজিল

গেল বছর রেকর্ড হারের পর অবশেষে জয়ের মুখ দেখলো ব্রাজিল। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে তারা হারিয়েছে ইংল্যান্ডকে। শেষমূহুর্তে গোল করে দলের ত্রাণকর্তা ১৭ বছর বয়সী এন্দ্রিক। এদিকে জার্মানির কাছে আবারও হেরেছে ফ্রান্স।

গেল বছরের পারফরম্যান্সে চিরায়ত ব্রাজিলকে খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাচ্ছিল। ৬০ বছরের রেকর্ড ভেঙে এক বছরে সবচেয়ে বেশি ম্যাচ হারের নেতিবাচক রেকর্ড গড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

নতুন কোচের হাত ধরে নতুন শুরুর স্বপ্ন দেখা ব্রাজিলকে এবার স্কোয়াড দেখেও চেনার উপায় নেই। একের পর এক ইনজুরির কারণে একাদশ সাজাতেই হিমশিম খাচ্ছিলেন নতুন কোচ দরিভাল জুনিয়র। ফলে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক হয় ৫ জন ফুটবলারের।

ওয়েম্বলিতে হাইভোল্টেজ ম্যাচটিতে নেই দুই দলের দুই তারকা নেইমার জুনিয়র ও হ্যারি কেইন। অনেকটাই ম্যাড়মেড়ে শুরু ম্যাচের। তবে সময় গড়াতেই নিজেদের গুছিয়ে নিয়ে আক্রমণ সাজাতে থাকে ব্রাজিলিয়ানরা। যদিও ভিনিসিয়াস জুনিয়র-লুকাস পাকেতারা বেশ কয়েকটি সহজ সুযোগ হাতছাড়া করে বসেন। ভাগ্যের ফেরে ইংলিশ গোলকিপারকে বোকা বানালেও, গোলবার খালি হাতে ফেরায় পাকেতাকে।

তারকারা হতাশ করলেও দলের উদ্ধারকর্তা হয়ে আসেন ১৭ বছর বয়সী এন্দ্রিক। ৭১ মিনিটে বদলি নেমে ৯ মিনিট পরই পান গোলের দেখা। ভিনিসিয়াসের করা আক্রমণ ইংলিশ গোলকিপারের ঠেকিয়ে দেয়ার পর ফিরতি শটে গোল করেন রিয়াল মাদ্রিদে যোগ দিতে যাওয়া এন্দ্রিক। শেষমেশ এই এক গোলই হয়ে যায় ম্যাচের ফলাফল নির্ধারক।

এদিকে আরেক হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয় সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স ও জার্মানি। তবে জার্মানদের কাছে আরও একবার উড়ে গেল কিলিয়ান এমবাপ্পের ফরাসী দল।

ম্যাচ শুরুর মাত্র ৭ সেকেন্ডের মাথায় বক্সের বাইরে থেকে আচমকা শটে ফ্রেঞ্চ গোলকিপারকে বোকা বানান ভির্তজ। ঘরের মাঠে স্তব্ধ হয়ে যায় ফ্রান্স।

দ্বিতীয়ার্ধের শুরুতেও গোলের দেখা পায় জার্মানি। এবার স্কোরশিটে কাই হাভার্টজ। তাকে গোলে সহায়তা করেন জামাল মুসিয়ালা। দুই গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জার্মানরা। বিশ্বকাপের ফাইনালের পর এ নিয়ে দ্বিতীয়বার জার্মানির কাছে হারলো ফ্রান্স। 

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর