প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
0

যেভাবে ছবির লেখা অনুবাদ করবেন

গুগল ট্রান্সলেট বিনামূল্যে ব্যবহারযোগ্য বহুভাষিক অনুবাদের ওয়েবসাইট। এক ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ করতে ব্যবহৃত হয়ে থাকে। যা বর্তমানে ১৩৩টি ভাষা বিভিন্নভাবে অনুবাদ করতে পারে। এর সুবিধা ব্যবহার করে শব্দ বা বাক্যকে সহজেই যেকোনো ভাষায় অনুবাদ করা যায়। গুগল ট্রান্সলেটের মাধ্যমে চাইলে ছবিতে থাকা লেখা বা বাক্য অনুবাদ করা যায়।

গুগল ট্রান্সলেট ব্যবহার করে ছবিতে থাকা লেখা অনুবাদ করতে যা প্রয়োজন-

স্মার্টফোন ব্যবহারকারীরা প্রথমে স্মার্টফোন থেকে যেকোনো ব্রাউজারের মাধ্যমে গুগল ট্রান্সলেট ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর ‘ইমেজেস’ ট্যাবে ট্যাপ করে ফোন গ্যালারি থেকে কাঙ্ক্ষিত ছবি আপলোড করতে হবে। ছবিতে থাকা লেখার ভাষা এবং অনুবাদের ভাষা নির্বাচন করলে, স্বয়ংক্রিয়ভাবে ছবির সব লেখা অনুবাদ হয়ে যাবে। সেই লেখা কপি আইকনে ট্যাপ করলে কপি হয়ে যাবে। আর সেই লেখা যেকোনো ওয়ার্ড ফাইলে পেস্ট করলে কপি করা লেখা ব্যবহার করা যাবে।

একইভাবে কম্পিউটার ব্যবহারকারীরা প্রথমে যেকোনো ব্রাউজারে প্রবেশ করে গুগল ট্রান্সলেট ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর ‘ইমেজেস’ অপশন ক্লিক করে কম্পিউটার থেকে ছবি আপলোড করলে স্বয়ংক্রিয়ভাবে ছবির সব লেখা কাঙ্ক্ষিত ভাষায় অনুবাদ হয়ে যাবে।

ইএ