প্রবাস

সৌদি আরবে জমে উঠছে ঈদের কেনাকাটা

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে জমে উঠছে ঈদের কেনাকাটা। প্রবাসীদের কথা মাথায় রেখে নতুন ডিজাইনের পোশাকের পসরা বসেছে বাংলাদেশি দোকানগুলোয়।

প্রবাসের মাটিতে ব্যাপক চাহিদা রয়েছে দেশিয় পণ্যের। ঈদকে সামনে রেখে দেশটিতে জমে উঠছে কেনাকাটা।

রিয়াদ, জেদ্দা, মক্কা ও মদিনার মতো প্রাদেশিক শহরের বিপণিবিতানগুলোয় নতুন কালেকশনের পোশাক নিয়ে ব্যস্ত সময় পার করছেন দোকানিরা। রিয়াদের বাথা বাংলাদেশি মার্কেটে ক্রেতাদের আকৃষ্ট করতে দেয়া হচ্ছে বিশেষ মূল্যছাড়। নারী ও পুরুষের পোশাকের পাশাপাশি চাহিদা রয়েছে জায়নামাজ, টুপি, আতর ও কসমেটিক্সের।

বিক্রেতাদের আশা, ১৫ রমজানের পর ক্রেতাদের ঢল নামার পাশাপাশি বাড়বে বিক্রি। বলেন, বেচাকেনা শুরু হবে ১৫ রমজানের পর। বিভিন্ন ধরনের পোশাক রয়েছে। বোরখা, পাঞ্জাবিতে বিশেষ ছাড় রয়েছে। বাংলাদেশি অনেক পোশাক আছে।

ঈদ মৌসুম ঘিরে বাংলাদেশি দোকানে প্রায় ৪ থেকে ৫ লাখ টাকার পোশাক বিক্রি হয়ে থাকে। ভিজিট ও ওমরাহ ভিসায় সৌদি ভ্রমণ করা বাংলাদেশিদের কেনাকাটায় এবারের ঈদে লাভবান হবেন বলে মত ব্যবসায়ীদের।

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর