এশিয়া
বিদেশে এখন

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার

মদনীতি কেলেঙ্কারি মামলায় গ্রেপ্তার করা হলো দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে।

বৃহস্পতিবার (২১ মার্চ) মুখ্যমন্ত্রীর বাসভবনে তল্লাশি অভিযান শেষে তাকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা-ইডি। এসময় বাজেয়াপ্ত করা হয় তার মুঠোফোন।

অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে মুখ্যমন্ত্রীর বাড়ির আশপাশের এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। মদনীতি কেলেঙ্কারি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৯ বার তলব করা হয় কেজরিওয়ালকে।

তবে একবারও হাজিরা দেননি তিনি। ইডির অভিযোগ দিল্লিতে মদনীতি পরিবর্তনের জন্য ১০০ কোটি রুপি ঘুষ দেয়া হয় তাকে। আম আদমি পার্টি বলছে, লোকসভা নির্বাচন থেকে কেজরিওয়ালকে দূরে রাখতে হয়রানি করছে বিজেপি সরকার।

ভারতের ৭৭ বছরের ইতিহাসে প্রথম কোন দায়িত্বরত মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হলো।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর