দেশে এখন
0

খালেদার সাজা স্থগিতের মেয়াদ বেড়েছে ৬ মাস, যেতে পারবেন না বিদেশে

খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ৬ মাস বাড়ানো হয়েছে। তবে এক্ষেত্রে শর্ত হলো তিনি বিদেশ যেতে পারবেন না অর্থাৎ তাকে দেশে থেকেই চিকিৎসা নিতে হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বুধবার (২০ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।

নির্বাহী আদেশে এই মেয়াদ বাড়ানো হয়েছে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ‘আগের মতো একই শর্তে তার সাজা স্থগিতের মেয়াদ ৬ মাস বাড়ানো হয়েছে।’

মন্ত্রী বলেন, 'মানবিক কারণে খালেদা জিয়াকে নির্বাহী আদেশে মুক্তি দেয়া হলেও একইরকম মানবিক কারণ দেখিয়ে বিদেশে চিকিৎসা নিতে পাঠানোর বিধান আইনে নেই। তার সাজা স্থগিত সংক্রান্ত ফাইল আজকেই আইন মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে।'