দেশে এখন
বাজার
0

রমজানে সাশ্রয়ী দামে নিত্যপণ্য বিক্রি করছে সিটি গ্রুপ

রমজান মাস ঘিরে রাজধানীতে বিশেষ মূল্যছাড়ে নিত্যপণ্য বিক্রি শুরু করছে সিটি গ্রুপ। মাসব্যাপী এ কার্যক্রমে সয়াবিন তেল, চিনিসহ মোট ১০টি নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য বাজার মূল্যের চেয়েও কমে বিক্রি করছে কোম্পানিটি।

শনিবার (১৬ মার্চ) জাতীয় প্রেসক্লাব চত্বরে ফিতা কেটে সাশ্রয়ীমূল্যে সিটি গ্রুপের নিত্যপণ্য বিক্রি কার্যক্রম উদ্ধোধন করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান। এসময় সঙ্গে ছিলেন সিটি গ্রুপের উপদেষ্টা অমিতাভ চক্রবর্তী, রেগুলেটরি এ্যাফেয়ার্সের পরিচালক বিশ্বজিৎ সাহাসহ সিটি গ্রুপের কর্মকর্তা-কর্মচারীরা।

প্রতিষ্ঠানটি জানায়, প্রেসক্লাবে উদ্বোধনের পর মতিঝিল, কারওয়ান বাজার ও মিরপুর এ তিন এলাকায় তিনটি ট্রাক যাবে। এরপর বিকেল ৪টা পর্যন্ত চলবে বিক্রি কার্যক্রম।

জানা যায়, তীর অ্যাডভান্সড সয়াবিন তেল ১ লিটারের বোতল ১৬৩ টাকা থেকে ৭ টাকা কমিয়ে বিক্রি করা হচ্ছে ১৫৬ টাকায়। বোতলজাত ৫ লিটারের ৮০০ টাকার সয়াবিন তেল ৩৫ টাকা ছাড়ে ৭৬৫ টাকায় বিক্রি করছে সিটি গ্রুপ।

এছাড়া ২৫০ মিলিলিটার তীর সরিষার তেল ১৫ টাকা কমিয়ে ৮০ টাকা, তীর ছোলা বুট ১ কেজি প্যাক ২৫ টাকা কমিয়ে ১০০ টাকা, তীর চিনিগুঁড়া চাল ১ কেজির প্যাকেট ৩৫ টাকা কমিয়ে ১৩৫ টাকা, তীর চিনি কেজিতে ৬ টাকা ছাড়ে ১৪০ টাকায় বিক্রি করছে কোম্পানিটি।

সিটি গ্রুপ জানায়, ৫০০ মিলি লিটার পানির ২০ টাকার বোতল ১০ টাকা, ২৫ টাকার ১ লিটারের বোতল ১৫ টাকা, তীর ফিরনি মিক্স ১৫০ গ্রাম প্যাক ১৫ টাকা ছাড়ে ৪৫ টাকা ও তীর হালিম মিক্স ২০০ গ্রাম প্যাকেট ৫০ টাকায় বিক্রি করা হচ্ছে।