ছাড়
বাজার
0

ঈদ উপলক্ষে মার্সেলের শো-রুমে বিভিন্ন অফার

ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের নাটোর শো-রুমে চলছে বিভিন্ন অফার। ৩শ' টাকা থেকে ১০ লাখ টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার ছাড়াও প্রতিটি পণ্যে থাকছে নিশ্চিত উপহার।

নাটোর সদর উপজেলার তেবাড়িয়া গ্রাম থেকে এসেছেন রুম্মন শেখ। সংসারের প্রয়োজনে কিনতে চান ফ্রিজ ও এসি। অফারের কথা শুনে এসেছেন শহরের চকরামপুরে এমদাদ ইলেকট্রনিক্স গ্যালারির মার্সেল শো-রুমে। ঘুরে ঘুরে দেখছেন নানা ডিজাইনের ফ্রিজ। আর সুযোগ-সুবিধার পাশাপাশি পণ্যের গুণগত মান নিয়ে ক্রেতাকে দেয়া হচ্ছে নিশ্চয়তা।

রুম্মন শেখ বলেন, ‘মার্সেলে অনেক অফার চলছে। অফার দেখে আমার পছন্দ হলো। প্রোডাক্ট পছন্দ হলে একটা ফ্রিজ ও এসি নিবো।’

নাটোরে ইত্যেমধ্যে শুরু হয়েছে গ্রীষ্মের তাপদাহ। এজন্য এসি কর্নারে সবার বেশি নজর। মার্সেলের এসিতে বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি ওয়াইফাই, ভয়েস কন্ট্রোলসহ নানা সুবিধা থাকায় ক্রেতার পছন্দে থাকছে এসিগুলো। বিভিন্ন ডিজাইনের এসিতে থাকছে ক্যাশব্যাক অফার।

শো-রুমের বিক্রেতা বলেন, ‘০.৩ মাত্রায় যে ব্যাকটেরিয়া আছে তা আমাদের এসি ধ্বংস করে দেয়। আমাদের ফ্রিজ থেকে একটা ফ্রেশ বাতাস পাওয়া যায়।’

শো-রুমটিতে রাইস কুকার, গ্যাসের চুলা, ব্লেন্ডার, টিভিসহ বিভিন্ন পণ্য দেখছেন ক্রেতারা। নজরকাড়া ডিজাইন আর নানা ধরনের পণ্যে আকৃষ্ট হচ্ছে ক্রেতারা। সে সাথে ঈদ উপলক্ষে শো-রুমটিতে ডিজিটাল ক্যাম্পেইনের সিজন-২০ অফার চলছে। এই অফারে মার্সেলের যে কোন পণ্য কিনে যে কেউ পেতে পারেন ৩শ’ টাকা থেকে ১০ লাখ টাকার নিশ্চিত ক্যাশ ব্যাক অফার।

আরেক বিক্রেতা বলেন, ‘প্রতিটা কাস্টমারই কিছু না কিছু উপহারই এখান থেকে পাবে। এখানে ক্যাশব্যাক থেকে শুরু করে লক্ষ লক্ষ টাকা পাবে। এখানে এমন না যে, একজন পাবে আরেকজন পাবে না।'

দেশীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেল'র পণ্যে কিনে ক্রেতাদের সন্তুষ্টি বরাবরেই মতোই। এজন্য সার্ভিসিংয়ের জন্য ক্রেতাকে আসতে হবে না কোন শো-রুমে। ক্রেতার বাড়ি গিয়েই মেরামত করে দেবে দক্ষ টেকনিশিয়ানরা।

এমদাদ ইলেকট্রনিক্স গ্যালারির চেয়ারম্যান এমদাদ হোসেন বলেন, ‘১২ বছর ওয়ারেন্টি বা গ্যারান্টি রয়েছে। ফ্রিজে কোনো সমস্যা হলে কল করলেই বাড়িতে গিয়ে ঠিক করে দেবে। ক্রেতাদের শো-রুমে আসতে হবে না।’

দেশীয় ব্র্যান্ড ওয়ালটন গ্রুপের মার্সেলের টিভি, ফ্যান, এসি এবং ফ্রিজের সুনাম রয়েছে বেশ আগে থেকেই। তাই ক্রেতাদের পছন্দের তালিকায় রয়েছে মার্সেলের পণ্য। আর এবারের ঈদে মার্সেলের পণ্য কিনে ক্যাশব্যাক অফারে ক্রেতাদের যে কেউ হতে পারেন মিলিয়নিয়ার।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর
পিলখানা হত্যাকাণ্ডের বিচার ও জেলবন্দিদের মুক্তিসহ চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন

কৃষি নির্ভরশীলতা বাড়লেও নাটোরে গড়ে ওঠেনি শিল্পপ্রতিষ্ঠান

মার্সেল ফ্রিজ কিনে গাড়ি পেলেন ঢাকার আনিসুর রহমান

সাফজয়ীদের পুরস্কৃত করল ওয়ালটন

দাম বাড়ায় আখের আবাদ বেড়েছে নাটোরে

ওয়ালটন ফ্রিজ কিনে ২০ লাখ টাকা পেলেন কলেজ শিক্ষার্থী রাশেদ

নাটোরে রোপা-আমন ধান কাটা-মাড়াই উৎসবে মেতেছেন কৃষক

বিলীন হচ্ছে নাটোরের ঐতিহ্যবাহী শতবর্ষী গাছ

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ২

অর্থনীতিতে বছরে তিন হাজার কোটি টাকার যোগান চলনবিলের

ওয়ালটন ডিজি-টেক ও এমআইএসটির সমঝোতা স্মারক সই

ওয়ালটন শোরুমে এক্সচেঞ্জ অফার