ক্রিকেট
এখন মাঠে
0

দ্বিতীয় ওয়ানডেতে কাল মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা

শুক্রবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করতে চায় টাইগাররা। তবে এ ম্যাচে উইনিং কম্বিনেশন ভাঙার আভাস আছে। অন্যদিকে সিরিজ বাঁচাতে মরিয়া লঙ্কানরা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দু'দলের ম্যাচটি শুরু হবে দুপুর আড়াইটায়।

ব্যাটে-বলে শ্রীলঙ্কাকে আউটপ্লে করে প্রথম ওয়ানডে জিতে নিয়েছে বাংলাদেশ। শান্ত বাহিনীর সামনে হাতছানি এবার সিরিজ জয়ের।

আরও একবার মাঠে নামার আগে সুখস্মৃতি হয়ে আসছে প্রথম ম্যাচ। বিশেষ করে পেসারদের ঘুরে দাঁড়িয়ে ম্যাচের মোড় ঘুরানো, শান্ত-মুশফিকদের ব্যাটিং দৃঢ়তা সাহস জোগাচ্ছে, স্বপ্ন দেখাচ্ছে।

ব্যাটিং কোচ ডেভিড হ্যাম্প বলেন, 'শুরুতে আমরা কয়েকটি উইকেট হারিয়েছি, পাওয়ার প্লেতে রানও পেয়েছি কম। সেখান থেকে রানরেট বাড়ানোটা খুব দরকার ছিলো। ওরা কেউ ঘাবড়ে যায়নি। আমরা দুটি বড় জুটি পেয়েছি। ওরা যে মানসিকতা দেখিয়েছে সেটা আসল।'

ঘরের মাঠে লঙ্কানদের কাছে টি-টোয়েন্টি সিরিজ খুইয়েছে টাইগাররা। তবে এবার আর সে ভুল করতে চায় না দল। তাই তো এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করতে চায় স্বাগতিকরা।

তবে এ ম্যাচে প্রথা ভেঙে উইনিং কম্বিনেশনে পরিবর্তন আনতে পারে বাংলাদেশ। আগের ম্যাচে বল হাতে বেশ খরুচে থাকা স্পিনার তাইজুল ইসলামকে নাও দেখা যেতে পারে এ ম্যাচে। তার পরিবর্তে একাদশে দেখা যেতে পারে লেগস্পিনার রিশাদ হোসেনকে।

একাদশ যেমনই হোক, টাইগারদের লক্ষ্য জয় ভিন্ন আর কিছুই নয়।

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর