দেশে এখন
0

কিংবদন্তি সঙ্গীতশিল্পী সাদি মহম্মদ মারা গেছেন

বাংলাদেশের কিংবদন্তি রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাদি মহম্মদ মারা গেছেন।

বুধবার (১৩ মার্চ) রাতে তিনি আত্মহত্যা করেন বলে জানিয়েছেন তার স্বজন ও নিকটআত্নীয়রা।

সাদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু। বর্তমানে এ শিল্পীর মরদেহ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আছে।

স্বজনরা জানান, আজও অন্যদিনের মতো সংগীত চর্চা করেছেন তিনি। সন্ধ্যার পর হঠাৎ তার ঘরের দরজা বন্ধ দেখা যায়। পরে রাতে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয় তার।

সাদি মহম্মদ রবীন্দ্রসঙ্গীতের ওপর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ২০০৭ সালে 'আমাকে খুঁজে পাবে ভোরের শিশিরে' অ্যালবামের মাধ্যমে তিনি সুরকার হিসেবে আত্মপ্রকাশ করেন। এ ছাড়া ২০০৯ সালে তার 'শ্রাবণ আকাশে' ও ২০১২ সালে তার 'সার্থক জনম আমার' অ্যালবাম প্রকাশিত হয়।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিরা তার বাবা সলিমউল্লাহকে হত্যা করে। তার বাবার নামে ঢাকার মোহাম্মদপুরের সলিমউল্লাহ রোডের নামকরণ করা হয়। সাদি মহম্মদের ভাই শিবলী মহম্মদ বাংলাদেশের একজন নৃত্যশিল্পী।

আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) বাদ যোহর মোহাম্মদপুর জামে মসজিদ কমপ্লেক্স প্রাঙ্গনে সংগীত শিল্পী সাদী মহম্মদের জানাজা অনুষ্ঠিত হবে।

এসএস