ইউরোপের জায়ান্ট ক্লাব বার্সেলোনা। চার বছর আগেও ক্লাবটির প্রাণভোমরা বলা হতো লিওনেল মেসিকে। তবে সেসব এখন সবই স্মৃতি। মেসির প্রিয় ক্লাব থেকে নাম তোলার পর অনেক উথান পতনের সাক্ষী হয়েছে সমর্থকরা। মাঝে জায়ান্ট তকমাটাও যে হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছিল কাতালান ক্লাবটির।
গেল চার বছরে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের টিকিট কাটতে ব্যর্থ হয়েছে বার্সা। মেসির ক্লাব ছাড়ার পর এবারই প্রথম ইউরোপীয় ফুটবল ক্লাবগুলোর জমজমাট টুর্নামেন্ট ইউসিএলের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে দলটি।
বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ বলেন, 'আমার মতে, মৌসুমের সেরা খেলা খেলেছি। অনেক সমালোচনার পর আমরা দেখিয়ে দিয়েছি ইউরোপে লড়াই করার ক্ষমতা আমাদের রয়েছে। ইউরোপের সেরা আট দলের মধ্যে নিজেদের নাম তুলেছি। দলের সবাই সেরা মুহূর্ত উপভোগ করছে।'
জয়ের রাতে অনন্য এক রেকর্ড গড়েছে বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে ইউরোপের প্রথম ক্লাব হিসেবে নকআউট ম্যাচে সতের বছর বয়সের সীমারেখায় দুই খেলোয়াড়কে মাঠে নামানোর রেকর্ড গড়েছে ক্লাবটি।
স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনার যুব একাডেমি লা মাসিয়া থেকেই উঠে এসেছে দুই ফুটবলার। যার একজন লামিন ইয়ামালের বয়স ১৬ আর অন্য আরেক ফুটবলার কুবারসির বয়স ১৭। লিওনেল মেসি, বার্সার বর্তমান কোচ জাভিও উঠে এসেছে এই একাডেমি থেকে।