ক্রিকেট
এখন মাঠে
0

প্রতি মাসে খেলোয়াড়দের ৮০ লাখ টাকা দেবে বিসিবি

প্রতি মাসে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের ৮০ লাখ টাকা বেতন দেবে বিসিবি। সেই সাথে বেড়েছে ক্রিকেটারদের ম্যাচ ফি। টেস্টে এখন সর্বোচ্চ ৮ লাখ ম্যাচ ফি পাবেন ক্রিকেটাররা। এছাড়াও পারফরম্যান্স বোনাসও দেবে বোর্ড।

চলতি মাসের শুরুতেই ক্রিকেট বোর্ডের সভায় ২১ ক্রিকেটারের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করে বিসিবি। আগের তুলনায় বেড়েছে ক্রিকেটারদের মাসের বেতন। তবে, প্রকাশিত ঐ বেতনের তালিকায় বাজিমাত করেছে নাজমুল হোসেন শান্ত। বিশ্বসেরা সাকিবকে ছাড়িয়ে গেছেন তিন ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

তিনি প্রতি মাসে বেতন পাবেন ৭ লাখ ১০ হাজার টাকা। আর ১ লাখ ২০ হাজার টাকা পাবেন অধিনায়কত্বের প্রণোদনা হিসেবে। সবমিলিয়ে ৯ লাখ টাকার বেশি মাসে নাজমুল শান্তর বেতন। তারপরই সাকিব মুশফিক, লিটনরা আছেন। বিসিবির ঘোষিত নতুন বেতন কাঠামোতে সর্বনিম্ন ১ লাখ টাকা বেতন। সবমিলে প্রতি মাসে বোনাস বাদে'ই ক্রিকেটারদের ৮০ লাখ টাকা বেতন দেবে বিসিবি।

অনেক আগে থেকেই ক্রিকেটারদের ম্যাচ ফি বৃদ্ধির দাবি ছিল। ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ থেকেই ক্রিকেটারদের পারফরম্যান্স বোনাস দেবে বিসিবি। তবে অন্দরমহলের খবর ২০২০ সালের পর আরও একদফা ম্যাচ ফি বৃদ্ধি করেছে ক্রিকেট বোর্ড। টেস্টে সর্বোচ্চ ২ লাখ ওয়ানডেতে ১ লাখ আর টি-টোয়েন্টিতে ৫০ হাজার টাকা করে ম্যাচ ফি বাড়িয়েছে বিসিবি।

এদিকে নতুন নির্বাচক কমিটির মাসের বেতন বাড়িয়েছে বোর্ড। প্রধান নির্বাচক হিসেবে লিপু পাবেন সর্বোচ্চ ৩ লাখ টাকা। তারপর রাজ্জাক ও হান্নান সরকার।

জানা গেছে, ক্রিকেটারদের ম্যাচ ফি ও নির্বাচক কমিটির বেতন বৃদ্ধি শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ থেকেই কার্যকর করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

এসএস