মাস খানেক আগে ঘরের মাঠে বহু নাটকীয়তা শেষে সাফ অনূর্ধ্ব ১৯ নারীতে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় ভারত ও বাংলাদেশকে। তবে এবার কোন রকম বিতর্ক ছাড়াই পেনাল্টি শুট আউটে ভারতকে হারিয়ে সাফের বয়সভিত্তিক আসরে নিজেদের আধিপত্য ধরে রাখলো বাংলাদেশ। যদিও মরিয়ম, আর্পিতাদের এ ম্যাচটা মোটেও সহজ ছিল না।
নেপালে ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের শিবিরে একাধিক আক্রমণ চালায় ভারত। এর সুফল পেতেও বেশি দেরি হয়নি দলটির। ম্যাচের ৫ মিনিটে আনুশকা কুমারির গোলে এগিয়ে যায় দলটি। প্রথমার্ধে আরও কয়েকটি গোলের সুযোগ তৈরি করে ভারতের মেয়েরা। তবে বাংলাদেশের রক্ষণভাগের দক্ষতায় আর গোলের দেখা পায়নি তারা।
দ্বিতীয়ার্ধে যেন খেই হারিয়ে ফেলে ভারত। আর বাংলাদেশের মেয়েরা আরও উজ্জীবিত হয়ে ওঠে। সেই ধারাবাহিকতা বজায় রেখে ৬৯ মিনিটে বাংলাদেশকে সমতায় ফেরায় ডিফেন্ডার মরিয়ম। এরপর বাকি সময় আর কোন গোল না হলে সরাসরি ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
গোলকিপার ইয়েরজান বেগমের অসাধারণ তিন সেভ এ ৩-২ গোলে ভারতকে হারিয়ে শিরোপা জয়ের উল্লাসে মাতে বাংলাদেশের মেয়েরা।
সাফ গেমসে সোনা জয় কিংবা বাংলাদেশ জাতীয় নারী দলের সাফ চ্যাম্পিয়ন হওয়া। অনেক কিছুরই সাক্ষী হিমালয় কন্য নেপাল। এবারও আরও একটি বাংলাদেশের ঐতিহাসিক জয়ের সাক্ষী হলো দেশটি। সাফে বয়সভিত্তিক আরও একটি অর্জন লাল সবুজের কন্যাদের।