শনিবার (৯ মার্চ) সকালে জেলা শহরের আমেরিকান স্পেশালাইজড হসপিটালে অস্ত্রোপচারের মাধ্যমে তিন শিশুর জন্ম হয়।
প্রসূতি মা শিল্পী বেগম বলেন, 'আমার মেয়ের প্রথম সন্তান ওসমান গনি দেড় বছরের মাথায় পানিতে পড়ে মারা গেছে। তারপর আজ মেয়ের একসাথে তিন সন্তানের জন্ম হয়েছে। আমরা খুব খুশি। তাদের জন্য দোয়া চাই।'
সন্তানদের বাবা আবু বকর ছিদ্দিক পিয়াস বলেন, 'আমাদের একসাথে তিন সন্তান হবে তা আমরাও জানতাম না। আলহামদুলিল্লাহ আমি ও আমার স্ত্রী অনেক খুশি হয়েছি।'
আমেরিকান স্পেশালাইজড হসপিটালে ব্যবস্থাপক কঙ্কন পাঠক বলেন, 'গতকাল রাত ৩ টার দিকে ব্যথা নিয়ে হাসপাতালে আসেন প্রসূতি মারজান আক্তার। তখনই হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসক ইসমত আরা পারভিন তানিয়ার অধীনে ভর্তি করা হয়। সকালে অস্ত্রোপচারের মাধ্যমে মারজান আক্তার তিন সন্তানের জন্ম দেন।'
তিন নবজাতক ও মা সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসক ইসমত আরা পারভিন তানিয়া। তিনি বলেন, 'এত সকালে সুন্দর ট্রিপল বেবি দেখে মনটা খুশি হলো। যদিও মায়ের ওজন ১০৫ কেজি এর মধ্য উচ্চ রক্তচাপ ছিল, সবমিলে সুস্থভাবে মা-বেবিদের সেভ করতে পেরেছি। নবজাতকদের ওজনও ভালো। একসঙ্গে তিনটি বাচ্চা জন্মগ্রহণ অস্বাভাবিক নয়। চিকিৎসক হিসেবে আমিও আনন্দিত।'
গৃহবধূ মারজান আক্তার নোয়াখালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দক্ষিণ মাছুমপুর গ্রামের আবদুস সাত্তারের বাড়ির আবু বকর ছিদ্দিক পিয়াসের স্ত্রী।





