ফিচার স্টোরি
জীবনযাপন
0

আম্বানি ছাড়াও বিয়ের খরচে রেকর্ড গড়েছেন যারা

সোশ্যাল মিডিয়াজুড়ে আম্বানি পরিবারের প্রাক-বিয়ের ভিডিও। বিল গেটস থেকে শুরু করে জাকারবার্গ, সিনেমাজগৎ থেকে শুরু করে প্রযুক্তি দুনিয়া। সব পর্যায়ের তারকাদের উপস্থিতিতে গুজরাটের জামনগরে হয়ে গেল জমকালো আর রাজকীয় প্রি-ওয়েডিং। ছেলের প্রি ওয়েডিংয়েই ১২শ' কোটি রুপি খরচ করেছেন এশিয়ার সর্বোচ্চ ও বিশ্ব তালিকায় নয় নম্বরে থাকা ধনকুবের মুকেশ আম্বানি। তাহলে মূল বিয়েতে কত খরচ করবেন আম্বানি?

তবে এটাই পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল বিয়ে নয়। ধনীদের বিয়ের আয়োজন ঘিরে প্রায় সময়ই চলে এলাহি কান্ড। চলুন জেনে নেই বিশ্বের কয়েকটি ব্যয়বহুল বিয়ের খবর।

১. প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন

২০১১ সালে ইংল্যান্ডের রাজা ও রানি প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের বিয়েতে খরচ হয়েছিল প্রায় ৩৪ মিলিয়ন ডলার, যা সবচেয়ে ব্যয়বহুল বিয়েগুলোর একটি। এই দম্পতি ২০০৩ সাল থেকে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। ২০১১ সালে লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে তাদের বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ওয়েস্টমিনস্টার অ্যাবেতে প্রায় দুই হাজার অতিথির আগমন ঘটেছিল।

বিয়েতে ফুলের জন্য খরচ করা হয়েছিল ৮ লাখ মার্কিন ডলার। কেট মিডলটন যে গাউনটি পড়েছিলেন তার দাম ছিল ৪ লাখ ৩৪ হাজার মার্কিন ডলার। ১৬০ মিলিয়ন দর্শক টিভি পর্দায় তাদের এই বিয়ে লাইভ উপভোগ করেছেন।

২. প্রিন্স চার্লস ও লেডি ডায়ানা

রূপকথার গল্পের রাজকুমারীর বিয়ের বাস্তব রূপ যুক্তরাজ্যের প্রিন্স চার্লস (বর্তমানে রাজা তৃতীয় চার্লস) ও লেডি ডায়ানার বিয়ে। ১৯৮১ সালের ২৯ জুলাই বিয়ে করেছিলেন এই দম্পতি। তাদের বিয়ের কয়েক দশক পরেও এর জাঁকজমক ও ঐশ্বর্যের কথা মানুষের মুখে মুখে।

যুক্তরাজ্যের লন্ডনের সেন্ট পলস ক্যাথেড্রালে এই রাজকীয় বিয়ের আয়োজন করা হয়েছিল। বিয়েতে সরাসরি ৩৫০০ অতিথি উপস্থিত ছিল। বিশ্বজুড়ে প্রায় ৭৫০ মিলিয়ন মানুষ টিভিতে এই বিয়ের অনুষ্ঠান দেখেছিল। প্রিন্সেস ডায়ানার বিয়ের শুভ্র গাউন আজও দাগ কেটে আছে অনেকের মনে। ২৫ ফুট দীর্ঘ লম্বা ঝুলের এই গাউনে ১০ হাজার মুক্তা বসানো ছিল। তখন প্রায় ৪৮ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় হয়েছিল এই বিয়েতে। বিশ্বের অন্যতম স্মরণীয় ও ব্যয়বহুল রাজকীয় বিয়ে হলেও, এই বিয়ে বেশিদিন টেকেনি। ১৯৯৬ সালে এই দম্পতির বিবাহবিচ্ছেদ ঘটে। এর এক বছর পর ফ্রান্সে মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় মারা যান ডায়ানা।

৩. ম্যাডেলাইন ব্রকওয়ে ও জ্যাকব লাগ্রোন

ম্যাডেলাইন ব্রকওয়ে ব্যবসায়ী ঘরের কন্যা। ম্যাডেলাইন ব্রকওয়ে ও জ্যাকব লাগ্রোন'ল বিয়েকে 'শতাব্দীর সেরা বিয়ে' বলা হয়। ২০২৩ সালের নভেম্বরে ম্যাডেলাইন তাদের বিয়েতে প্রায় ৫৯ মিলিয়ন ডলার খরচ হয়েছিল। এক বিয়েতে এত খরচ শুনে অনেকরই চোখ কপালে উঠে যায়। প্যারিসের ভার্সাই প্রাসাদে আয়োজন করা হয়েছিল এই জাঁকজমকপূর্ণ বিয়ের। অতিথিদের জন্য ব্যবস্থা করা হয়েছিল ব্যক্তিগত জেটের।

বিশ্বের সবচেয়ে দামি ফুল দিয়ে বিয়ের স্টেজ সাজানো হয়েছিল। মিউজিক ব্যান্ড মেরুন ফাইভ পারফর্ম করেছিল বিয়েতে। পাঁচদিন চলা এই বিয়ের প্রতিটি অনুষ্ঠানেই ম্যাডেলাইনের পরনে ছিল নামিদামি পোশাক শিল্পীদের নকশা করা মূল্যবান পোশাক। বিয়ের আসরে কনে পরেছিলেন ৫৫ মিলিয়ন ডলারের একটা গাউন। বরের পোশাকও ছিল ৩৫ মিলিয়ন ডলারের।

৪. প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল

রাজা তৃতিয় চার্লস এবং প্রিন্সেস ডায়নার ছোট ছেলে প্রিন্স হ্যারি ২০১৮ সালে বিয়ে করেন অভিনেত্রী মেগান মার্কেলকে। সেন্ট জর্জ চ্যাপেলে আয়োজন করা হয় তাদের বিয়ের অনুষ্ঠান। যেখানে খরচ হয়েছিল ৬৩ মিলিয়ন মার্কিন ডলার। মেগান মার্কেলের পরনের গাউনটির দাম ছিল ২ লাখ ৬৫ হাজার মার্কিন ডলার। রাজনীতিবিদ, হলিউড তারকা এবং রাজকীয় অতিথিসহ ভিআইপি অতিথির সংখ্যা ছিল ৬০০ জন। এছাড়া সাধারণ অতিথির সংখ্যা ছিল ২ হাজার।

৫. বানিশা মিত্তাল ও অমিত ভাটিয়া

বিশ্বের অন্যতম ধনী ব্যক্তিত্ব লক্ষ্মী মিত্তালের মেয়ে বানিশা মিত্তাল ২০০৪ সালে অমিত ভাটিয়াকে বিয়ে করেন। প্যারিসের ভার্সাই প্রাসাদে তাদের বাগদান হয় এবং প্যারিসের পার্শ্ববর্তী শ্যাতো ভিউ ভিওক্স লে ভিকোমেতে তাদের বিয়ে অনুষ্ঠিত হয়। সেই বিয়েতে আইফেল টাওয়ারে আতশবাজির প্রদর্শনী হয়েছিল। বিয়েতে অতিথি হিসেবে ছিলেন শাহরুখ খান, ঐশ্বরিয়া রাই, অক্ষয় কুমার, রানি মুখার্জি, জুহি চাওলা এবং সাইফ আলী খানের মতো ভারতীয় সুপারস্টাররা। ঝাঁকজমকপূর্ণ এই বিয়েতে ব্যয় করা হয়েছিল প্রায় ৬৬ মিলিয়ন ডলার। তবে এ বিয়ে বেশি দিন টেকেনি। ২০১৩ সালে এই দম্পতির বিবাহবিচ্ছেদ ঘটে।

৬. মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম এবং শেখা হিন্দ বিনতে বিন মাকতুম

আরবের শেখরা এমনিতেই তাদের বিলাসবহুল জীবন যাপনের জন্য বিখ্যাত। বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিয়ের তালিকায় জায়গা করে আছেন দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম এবং শেখা হিন্দ বিনতে বিন মাকতুম। ১৯৭৯ সালে সপ্তাহব্যাপী চলে এই বিয়ের আনুষ্ঠানিকতা। সেই সাথে দেশব্যাপী পাঁচ দিনের ছুটি ছিল এই বিয়ে উপলক্ষে। ২০ হাজারেরও বেশি অতিথির আগমন ঘটেছিল এই বিয়েতে। কনের উপহার হিসেবে ছিল মূল্যবান রত্নখচিত ২০টি উটের বহর। প্রায় ১৩৭ মিলিয়ন মার্কিন ডলার খরচ হয়েছিল এই বিয়েতে।

কেফা

এই সম্পর্কিত অন্যান্য খবর  

No Article Found!