আম্বানি ছাড়াও বিয়ের খরচে রেকর্ড গড়েছেন যারা
সোশ্যাল মিডিয়াজুড়ে আম্বানি পরিবারের প্রাক-বিয়ের ভিডিও। বিল গেটস থেকে শুরু করে জাকারবার্গ, সিনেমাজগৎ থেকে শুরু করে প্রযুক্তি দুনিয়া। সব পর্যায়ের তারকাদের উপস্থিতিতে গুজরাটের জামনগরে হয়ে গেল জমকালো আর রাজকীয় প্রি-ওয়েডিং। ছেলের প্রি ওয়েডিংয়েই ১২শ' কোটি রুপি খরচ করেছেন এশিয়ার সর্বোচ্চ ও বিশ্ব তালিকায় নয় নম্বরে থাকা ধনকুবের মুকেশ আম্বানি। তাহলে মূল বিয়েতে কত খরচ করবেন আম্বানি?