ভয়াবহ শব্দে মধ্যরাতে হঠাৎ বিস্ফোরণ। উড়ে যায় ভবনের ৩টি দেয়াল। মুহূর্তেই পুড়ে ছাই ঘরের আসবাব ও তৈজসপত্র।
গতকাল মধ্যরাতে গ্যাস লাইনের লিকেজে ভয়াবহ এ বিস্ফোরণ হয় বন্দর নগরীর চাঁন্দগাও থানার বাহির সিগন্যাল এলাকায়। ক্ষতিগ্রস্ত হয় পাশাপাশি থাকা ২টি ভবন। স্থানীয়রা জানান, ওসমান গণি নামের বহুতল একটি ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত। বাসিন্দারা তখন গভীর ঘুমে। হঠাৎ বিস্ফোরণ, আগুনের তাপ আর চিৎকারে ঘুম ভাঙ্গে সবার। ততক্ষণে সাজানো সংসার পুড়ে ছাই।
স্থানীয়রা বলেন, 'গ্যাসের চুলা ছাড়া ছিলো। যখন ব্যবহারের জন্য চালু করে তখনই ঘটনা ঘটে। হঠাৎ দেখি যে বিল্ডিংয়ে আগুন জ্বলতেছে। তখন আমরা পানি দিয়ে নিভানোর চেষ্টা করি। রাত সাড়ে ১২টার পরে আমরা এ বিস্ফোরণের আওয়াজ শুনি।'
পরে ফায়ার সার্ভিস ও এলাকাবাসী আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। দগ্ধ ১১ জনের মধ্যে ৫ জন শিশু। এরমধ্যে শঙ্কাজনক অবস্থায় ২ শিশুকে পাঠানো হয় রাজধানীর শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। বাকিদের শরীরের ২০ থেকে ৫০ শতাংশ পুড়ে গেছে।
গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা ফায়ার সার্ভিসের। এটি ছাড়াও গত একরাতে চট্টগ্রামের ওয়াসায় শ্রমিকের বসতঘর, চকবাজারে বালি আর্কেড মার্কেট ও সদরঘাটে রেলের অব্যবহৃত বগিতে আগুন লাগার ঘটনা ঘটে।