শিল্প-কারখানা
অর্থনীতি
0

গ্রিন ফ্যাক্টরির তালিকায় যুক্ত হল আরও দুটি পোশাক কারখানা

লিড সার্টিফায়েড গ্রিন ফ্যাক্টরির (এলইইডি) তালিকায় বাংলাদেশের আরও দুটি পোশাক কারখানা যুক্ত হয়েছে। এ নিয়ে গ্রিন সনদপ্রাপ্ত ফ্যাক্টরির সংখ্যা দাঁড়ালো ২১১টি।

বাংলাদেশের মোট গ্রিন সনদপ্রাপ্ত ফ্যাক্টরির মধ্যে প্লাটিনাম ৮০টি, গোল্ড ১১৭টি, সিলভার ১০টি এবং নিবন্ধিত কারখানা ৪টি।

বুধবার ( ৬ মার্চ) বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) প্রেসিডেন্ট ফারুক হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের ‘ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল’ এ সনদ দেয়। সংস্থাটি বাণিজ্যিক ভবন, শিক্ষাপ্রতিষ্ঠান, বাড়িসহ অন্যান্য স্থাপনার ক্ষেত্রেও সনদ দেয়।

তবে শিল্প কারখানার ভবন নির্মাণ থেকে পণ্য উৎপাদন পর্যন্ত সব পর্যায়ে পরিবেশ সুরক্ষার বিষয়টি ভালোভাবে বিশ্লেষণ করে সর্বোচ্চ মানের কারখানাকে এ সনদ দেয় তারা।

২০১১ সালে প্রথম বাংলাদেশের দু’টি কারখানাকে ইউএসজিবিসি রেটিং দেয়। এরপর গত এক যুগে ধাপে ধাপে এই কারখানার সংখ্যা বাড়তে থাকে।

আসু

এই সম্পর্কিত অন্যান্য খবর