বিদেশে এখন
0

দুবাইয়ে বিলাসবহুল গাড়ি ও যন্ত্রাংশ প্রদর্শনী

দুবাইয়ে তিন দিনব্যাপী বিলাসবহুল গাড়ি ও যন্ত্রাংশ প্রদর্শনী শেষ হয়েছে। আন্তর্জাতিক মানের এই প্রদর্শনী তরুণদের কাছে বেশ জনপ্রিয়। এবারের নবম আসরে বাংলাদেশি একটি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

প্রদর্শনীতে এবার মোটরসাইকেলও স্থান পেয়েছে। স্থানীয়দের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছে এই প্রদর্শনী।

এক দর্শনার্থী বলেন, এখানে সবাই উন্নত প্রযুক্তি ও নতুন মডেলের গাড়ি নিয়ে আসেন। মূলত রেসিং কার ও গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ সম্পর্কে অভিজ্ঞতা নিতে এখানে এসেছি।

দুবাই এক্সিবিশন সেন্টারে আয়োজিত প্রদর্শনীতে প্রথমবারের মতো ফিউচার রেসিং নামের বাংলাদেশি একটি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এর আগে আবুধাবির অটো মোটর শো’তে অংশ নিয়ে ‘বেস্ট অব ডিসপ্লে ক্রিয়েটর’ পায় প্রতিষ্ঠানটি।

দুবাই ফিউচার রেসিংয়ের চেয়ারম্যান হোসেন সরোয়ার বলেন, ‘এখানে বিভিন্ন দেশের মানুষ আসছেন। বিশেষ করে, বাংলাদেশিরা প্রদর্শনীতে এসে আমাকে উৎসাহিত করছেন।

২০১৫ সাল থেকে শুরু হওয়া এই কাস্টম শো মধ্যপ্রাচ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে এবারের আয়োজন তরুণদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।