রোববার (৩ মার্চ) বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি শেষে মোট রিজার্ভ দাঁড়ায় ২৫ দশমিক ৭৬ বিলিয়ন ডলার। এসময় বিপিএম-৬ অনুযায়ী, তা দাঁড়ায় ২০ দশমিক ৫৭ বিলিয়ন ডলার। যেখানে মোট রিজার্ভ জানুয়ারিতে ছিল ২৫ দশমিক ১১ বিলিয়ন এবং বিপিএম-৬ অনুযায়ী, ১৯ দশমিক ৯৬ বিলিয়ন ডলার।
এর আগে গত জানুয়ারি শেষে গ্রস রিজার্ভ দাঁড়ায় ২৫ দশমিক শূন্য ৯ বিলিয়ন ডলারে এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত অনুযায়ী, বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ দাঁড়ায় ১৯ দশমিক ৯৪ বিলিয়ন ডলার।
চলতি ২০২৩-২৪ অর্থবছরের শুরুতে গ্রস রিজার্ভ ছিল ২৯ দশমিক ৭৩ বিলিয়ন ডলার আর বিপিএম-৬ অনুযায়ী ছিল ২৩ দশমিক ৩৭ বিলিয়ন ডলার।