বিপিএল শেষ তাই চুলচেরা বিশ্লেষণ চলছে। আয়োজন, উইকেট, খেলার মান সবই থাকছে আলোচনায়। দশম আসরে এসে প্রথমবার প্রায় বিতর্কমুক্ত একটা আয়োজন উপহার দিয়েছে বিপিএল কমিটি। উইকেটের মানও বেড়েছে। প্রযুক্তির ব্যবহার ছিল প্রায় নিখুঁত। আম্পায়ারিং প্রশ্নবিদ্ধ হয়নি। সবমিলিয়ে উত্তীর্ণ আয়োজকরা।
তবে আসরটিকে আরও জনপ্রিয় করে তুলতে প্রয়োজনীয় টোটকা দিলেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। বলেন, 'এখানে বেশ কিছু উন্নতি করার জায়গা আছে। এই টুর্নামেন্ট শুধু ঢাকা, চট্টগ্রাম আর সিলেটের মধ্যে সীমাবদ্ধ রাখলে বড় জায়গায় যাবে না। এটাকে সবকয়টি ভেন্যুতে ছড়িয়ে দিতে হবে।'
ফ্র্যাঞ্চাইজি এই আসরে এবার ব্যাটে-বলে দাপট দেখিয়েছেন দেশি ক্রিকেটাররা। অভিজ্ঞ তামিম-সাকিব-রিয়াদ-মুশফিকরা মাঠে সাবলীল ছিলেন। অভিজ্ঞদের ভিড়ে তাওহীদ হৃদয়, তানজিদ তামিম বা শরিফুলরা নিজেদের জাত চিনিয়েছেন।
পাইলট আরও বলেন, 'বিপিএল খুব উচু পর্যায়ের খেলা নয়। কারণ এখানে উচু এবং নিচু দুই ধরনের খেলোয়াড়রা খেলে। তাদের সমন্বয়ে এখানে পারফর্ম করা সহজ। যেমন আন্তর্জাতিক ক্রিকেটে সব দলে সেরা খেলোয়াড়রা খেলে। তাই বিপিএলকেও ওই জায়গায় নিয়ে যেতে হবে।'
তবে বিপিএলের এমন আয়োজনের পরও জাতীয় দলের হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহের করা মন্তব্যের কড়া সমালোচনা করলেন সাবেক এই অধিনায়ক। বলেন, 'যারা জব করেন তাদের কাছ থেকে এ ধরনের কথা মানায় না। তাদেরকে ভাবমূর্তী রক্ষা করতে হবে। এতে হয়তো অনেক খেলোয়াড় মানসিকভাবে পিছিয়ে যাবে। কারণ হেড কোচ যেখানে বিপিএলকে অবহেলা করছে।'
এমন নির্ভুল আয়োজন করা গেলে আর মান আরও বাড়ানো গেলে অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগগুলোকে ছাড়িয়ে যাওয়া সম্ভব বলে মনে করেন পাইলট।