৫৪ হাজার ডলার ছাড়িয়েছে বিটকয়েনের দাম

0

বিটকয়েনকে ঘিরে প্রত্যাশার পারদ কেবল চড়ছেই। তিন বছরের বেশি সময় পর প্রথমবার বিশ্বের শীর্ষ ক্রিপ্টো মুদ্রাটির বিনিময়মূল্য অবস্থান করছে ৫৪ হাজার ডলারের ওপরে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) এক লাফে পাঁচ শতাংশ বাড়ে বিটকয়েনের দাম।

করোনা মহামারি ও লকডাউনে সৃষ্ট অর্থনৈতিক স্থবিরতা কাটতে না কাটতেই ইউক্রেন-রাশিয়া যুদ্ধসহ নানা বৈশ্বিক সংকটের প্রভাবে বিশ্ব অর্থনীতি টালমাটাল বেশ অনেকদিন ধরেই। এরমধ্যে মূল্যস্ফীতি সামাল দিতে দেশে দেশে কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার বাড়াতে থাকার বড় প্রভাব পড়ে ক্রিপ্টোর বাজারে।

২০২২ সালে ক্রিপ্টো খাত হারায় কয়েক লাখ কোটি ডলার। ক্রিপ্টো বাণিজ্য মুখ থুবড়ে পড়েছিল সে সময়। বাজারমূল্যে বিশ্বের সর্ববৃহৎ ক্রিপ্টোমুদ্রা বিটকয়েন কোনোরকমে টিকে গেলেও বড় ধরনের ধসে বিলুপ্ত হয়ে যায় অন্য কয়েকটি ক্রিপ্টোমুদ্রা।

ব্যাপক অস্থিরতার মুখেও টিকে থাকা বিটকয়েন ঘিরে চলতি বছর আরও আশাবাদী বিনিয়োগকারীরা। ২০২৩ সালের এপ্রিলে ১০ মাসের মধ্যে প্রথমবার বিটকয়েন প্রতি মূল্য ছাড়ায় ৩০ হাজার ডলার; বছরের শুরুর তুলনায় যা ছিল ৬৬ শতাংশ বেশি। অগ্রগতির ধারা অব্যাহত রেখে ২০২১ সালের ডিসেম্বরের পর প্রথমবারের মতো বিশ্বের শীর্ষ ক্রিপ্টো মুদ্রাটির বিনিময়মূল্য ৫৫ হাজার ডলারের কাছাকাছি পৌঁছায়।

২০২৩ সালে জানুয়ারি- এপ্রিলে দাম বৃদ্ধি ৬৬ শতাংশ। ছবি: এখন টিভি

সোমবার বিটকয়েনের সর্বোচ্চ মূল্য ছিল ৫৪ হাজার ৯৬৫ ডলারের বেশি; দিন শেষে লেনদেন স্থির হয় ৫৪ হাজার ৪৬০ ডলারে। একদিনে পাঁচ শতাংশ বেড়েছে ক্রিপ্টো মুদ্রাটির দাম। চলতি মাসে বিটকয়েনের দাম বেড়েছে ২৭ শতাংশ। গেল দুই সপ্তাহ ধরে বিটকয়েনের দাম ঘোরাফেরা করছিল ৫২ হাজার ডলারের আশপাশে।

বিটকয়েনের সাম্প্রতিক হালচাল। ছবি: এখন টিভি

ইথারসহ অন্যান্য ক্রিপ্টোমুদ্রার দামও ঊর্ধ্বমুখী। দুই শতাংশ বেড়ে ইথারের বিনিময়মূল্য প্রায় ৩২শ' ডলার। চার থেকে আট শতাংশ বেড়েছে সোলানা, কার্ডানোর এডিএ এবং পলিগনের ম্যাটিকের বিনিময়মূল্য। ক্রিপ্টো ব্যবসায়ে জড়িত বিভিন্ন প্রতিষ্ঠানের ইক্যুইটিও বেড়েছে। পুঁজিবাজারে কয়েনবেইজ, মাইক্রোস্ট্যাটেজি, রায়ট প্ল্যাটফর্মস ও ম্যারাথন ডিজিটালের শেয়ারদর বেড়েছে ১৫ থেকে ২০ শতাংশ।

ঊর্ধ্বমুখী ক্রিপ্টো মুদ্রার বাজার। ছবি : এখন টিভি

ব্রিটিশ বহুজাতিক ব্যাংকিং প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড চার্টাডের আভাস সত্যি হলে কয়েক মাসের মধ্যেই এক লাখ ডলারে পৌঁছাবে বিটকয়েনের দাম। ক্রিপ্টো সার্ভিস প্রোভাইডার ম্যাট্রিক্সপোর্টের মতে, ২০২৪ সালের মধ্যে সোয়া লাখ ডলারে পৌঁছাতে পারে বিটকয়েনের দাম। যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগ পরামর্শক প্রতিষ্ঠান মর্গ্যান ক্রিক ক্যাপিটাল ম্যানেজমেন্টের ভবিষ্যদ্বাণী, পাঁচ বছরের মধ্যে প্রতিটি বিটকয়েনের জন্য গুণতে হতে পারে তিন লাখ ডলার।

পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী বিটকয়েন ব্যবসায় জড়িত প্রতিষ্ঠান। ছবি : এখন টিভি

এর মধ্যে দাম তেমন না বাড়লেও সুখবর হলো- প্রায় আট মাস ধরে খাতটি স্থিতিশীল। বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক সময়ে আমেরিকা-ইউরোপের ব্যাংকিং খাতে ধসের জেরে আস্থা হারানো গ্রাহকরা খুঁজছেন বিকল্প। ফলশ্রুতিতে ক্রিপ্টো খাতমুখী হচ্ছে বিপুলসংখ্যক বিনিয়োগকারী। বর্তমানে বিটকয়েনের বাজার মূলধনের পরিমাণ ১ লাখ ১১ হাজার ১১১ কোটি ডলার।

বিটকয়েন নিয়ে যতো পূর্বাভাস।

বিটকয়েনের আকাশছোঁয়া দাম নিয়ে এমন পূর্বাভাস অবশ্য নতুন নয়। ২০২০ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান সিটি গ্রুপের এক বিশ্লেষণে ধারণা করা হয়েছিল, ২০২২ সালের শেষে বিটকয়েনের দাম বেড়ে প্রতিটির মূল্য পৌঁছাবে তিন লাখ ১৮ হাজার ডলারে। পূর্বাভাসকে বুড়ো আঙুল দেখিয়ে বাস্তবে সে বছর বিটকয়েনের লেনদেন শেষ হয় ৬৫ শতাংশ কমে, মাত্র সাড়ে ১৬ হাজার ডলারে।

ইএ

BREAKING
NEWS
1