ক্রিপ্টোকারেন্সি বিনিময় প্লাটফর্ম বাইবিট থেকে এই অর্থ চুরি করে লাজারাস গ্রুপ। এরপর থেকে চলছে ইঁদুর-বিড়াল খেলা। অবশেষে চুরি করা অর্থ নগদ করতে পেরেছ হ্যাকার গ্রুপ।
বিশ্লেষকরা বলছেন, এজন্য দিনে ২৪ ঘণ্টাও কাজ করেছে হ্যাকার গ্রুপ। মূলত দেশের সেনাবাহিনীকে শক্তিশালী করতেই কাজে লাগানো হবে এই অর্থ। এই অর্থের ২০ শতাংশই এখন চলে গেছে ধরাছোঁয়ার বাইরে।
যুক্তরাষ্ট্র আর মিত্র দেশগুলো বহু বছর ধরে অভিযোগ করে আসছে, সামরিক আর পরমাণু খাতে বিনিয়োগের জন্য হ্যাকারদের কাজে লাগিয়ে অর্থ হাতিয়ে নেয় কিম জং উন প্রশাসন।