বিদেশে এখন
0

৫২ ফুট উঁচু আইফেল টাওয়ার বানালেন কাঠমিস্ত্রি

রেপ্লিকা তৈরিতে ৮২৫ টুকরো কাঠ ব্যবহার

ভালোবাসার শহর কোনটি? এমন প্রশ্ন শুনলে নিশ্চয়ই চট করে উত্তরে আসবে, ফ্রান্সের রাজধানী প্যারিসের নাম। আর এই শহরের নাম শুনলেই চোখে ভেসে ওঠে সুউচ্চ ও দৃষ্টিনন্দন আইফেল টাওয়ার। ফরাসী বিপ্লব স্মরণীয় করে রাখতে প্যারিসে নির্মিত হয়েছিলো এটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যা ধ্বংস করার নির্দেশ দিয়েছিলেন অ্যাডল্ফ হিটলার। ১৩১ বছর বয়সী এ টাওয়ার দেখতে সারা বছরই প্যারিসে পাড়ি জমান দেশি-বিদেশি পর্যটকরা।

১৮৮৯ সালে নির্মিত ১ হাজার ৫০ ফুট উঁচু সপ্তম আশ্চর্যের অন্যতম এই নিদর্শনটি পুরোটা লোহা দিয়ে তৈরি। আইফেল টাওয়ারের জনপ্রিয়তা এতোটাই যে, বিভিন্ন সময় বিভিন্ন বস্তু বা ধাতু ব্যবহার করে এর রেপ্লিকা বা প্রতিলিপি তৈরি করেছেন বিভিন্ন জন। এবার তেমনই একটি প্রতিকৃতি তৈরি করেছেন ফ্রান্সের দুই বন্ধু। ১৬ মিটার বা ৫২ ফুট উচ্চতার এটি তৈরিতে তারা কাজে লাগিয়েছেন পুনর্ব্যবহারযোগ্য কাঠ।

টাওয়ারটি তৈরিতে কাজ করেছেন ৩৮ বছর বয়সী ফ্রেডেরিক মালমেজ্যাক, যিনি পেশায় একজন কাঠমিস্ত্রী। আর এই কাজটি সহজ করতে তাকে সহযোগিতা করেছেন তার বন্ধু ৪৬ বছর বয়সী সিলভেইন বাউচার্ড।

কাঠমিস্ত্রী ফ্রেডেরিক মালমেজ্যাক বলেন, আমরা যতটা সম্ভব পুনর্ব্যবহারযোগ্য কাঠ দিয়ে এটি তৈরির চেষ্টা করেছি। ফেলে দেয়া বস্তু থেকে নতুন কিছু তৈরি করাটাই ছিল মূল উদ্দেশ্য। দারুণ লাগছে। তাছাড়া আমার বন্ধু সিলভেইন শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও যে দুর্দান্ত কিছু করতে সক্ষম, সেটি প্রমাণ করেছে।

মালমেজ্যাক জানান, আইফেল টাওয়ারের এই রেপ্লিকাটির গোড়া সাড়ে ৬ মিটার চওড়া, যা তৈরিতে ব্যবহার করা হয়েছে ৮২৫ টুকরো কাঠ। প্রায় ৫ হাজার ৪০০টি স্ক্রুর সাহায্যে এই কাঠগুলো জোড়া লাগানো হয়েছে।

ফ্রেডেরিক মালমেজ্যাক বলেন, গত ২১ বছর ধরে আমি কাঠমিস্ত্রি হিসেবে কাজ করছি। কাঠের কাজের প্রতি আমার দুর্বলতা রয়েছে। পর্যাপ্ত কাঠের সরবরাহ পেলে দারুণ কিছু কাজ করার ইচ্ছে আমার অনেকদিনের।

২০২৩ সালের সেপ্টেম্বরে আইফেল টাওয়ারের রেপ্লিকাটি তৈরির কাজ শুরু করেন তারা। চলতি বছরের জুলাইয়ে প্যারিসে অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্রীষ্মকালীন অলিম্পিক-২০২৪। অলিম্পিক গেমসের এবারের আয়োজনে আইফেল টাওয়ারের এই মডেলটি প্রদর্শনের অনুমতি পাবে বলে আশাবাদী দুই বন্ধু।

এই দুই বন্ধুর মতো এমন স্বপ্ন বুনছেন ফ্রান্সের আরেক নাগরিক ৪৭ বছর বয়সী রিচার্ড প্লড। ৭ লাখের বেশি দেশলাইয়ের কাঠি ব্যবহার করে আইফেল টাওয়ারের একটি রেপ্লিকা তৈরি করেছেন তিনি। ২৩ দশমিক ৬ ফুট উচ্চতার এই মডেলটি তৈরি করতে প্লডের সময় লেগেছিলো ৮ বছর। এক প্রদর্শনীতে মডেলটি দেখতে এসেছিলেন প্রায় ৪ হাজার মানুষ।

দেশলাইয়ের কাঠি দিয়ে প্রতিকৃতি তৈরিতে প্লডের মূল উদ্দেশ্য ছিলো গিনেস বুকে নাম লেখানো। তবে সে আশা পূরণ হয়নি। তবে আসন্ন অলিম্পিকে মডেলটি প্রদর্শনের ইচ্ছা প্রকাশ করেছেন রিচার্ড প্লড।

এই সম্পর্কিত অন্যান্য খবর