অর্থনীতি
0

গ্রিন ফ্যাক্টরির সনদ পেল আরও দুই পোশাক কারখানা

লিড সার্টিফায়েড গ্রিন ফ্যাক্টরির (এলইইডি) তালিকায় বাংলাদেশের আরও দুটি পোশাক কারখানা যুক্ত হয়েছে। এ নিয়ে গ্রিন সনদপ্রাপ্ত ফ্যাক্টরির সংখ্যা ২০৯টি হলো। এর মধ্যে প্লাটিনাম ৭৯টি, গোল্ড ১১৬টি, সিলভার ১০টি ও নিবন্ধিত ৪টি রয়েছে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) প্রেসিডেন্ট ফারুক হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

কারখানা দুইটি হলো- টাঙ্গাইলের মির্জাপুরের কমফিট, ইকো ভিলে ও নারায়ণগঞ্জের কায়েমপুরের ফকির ইকো নিটওয়্যারস লিমিটেড।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছর ইউএসজিবিসি কর্তৃক লীড প্রত্যয়িত ৩টি কারখানাই প্লাটিনাম ক্লাবে যুক্ত হলো। এই ৩টিসহ বাংলাদেশের মোট লীড কারখানার সংখ্যা দাঁড়ালো ২০৯টিতে।

যুক্তরাষ্ট্রের ‘ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল’ এ সনদ দেয়। সংস্থাটি বাণিজ্যিক ভবন, শিক্ষাপ্রতিষ্ঠান, বাড়িসহ অন্যান্য স্থাপনার ক্ষেত্রেও সনদ দেয়। তবে শিল্প কারখানার ভবন নির্মাণ থেকে পণ্য উৎপাদন পর্যন্ত সব পর্যায়ে পরিবেশ সুরক্ষার বিষয়টি ভালোভাবে বিশ্লেষণ করে সর্বোচ্চ মানের কারখানাকে এ সনদ দেয় তারা।

২০১১ সালে প্রথম বাংলাদেশের দু’টি কারখানাকে ইউএসজিবিসি রেটিং দেয়। এরপর গত এক যুগে ধাপে ধাপে এই কারখানার সংখ্যা বাড়তে থাকে।