দেশে এখন , কাঁচাবাজার
বাজার
0

শবে বরাত-রমজান ঘিরে সিলেটের বাজারে উত্তাপ

শবে বরাত ও রমজান ঘিরে সিলেটে কম-বেশি বেড়েছে অধিকাংশ পণ্যের দাম। কেজিতে ১৫ থেকে ২০ টাকা বেড়ে চিনি বিক্রি হচ্ছে ১৪০-১৬০ টাকায়। স্বস্তি নেই চালের বাজারেও।

বস্তাপ্রতি ২০০ থেকে আড়াইশ' টাকা বেড়েছে। ডাল, ছোলা, আদা আর রসুনের দামও বাড়তি। প্রতিটি পণ্যে দাম বেড়েছে ১৫ থেকে ২০ টাকা।

ক্রেতারা বলেন, 'আমরা যে টাকা কামাই সেটা বাজার করতেই শেষ হয়ে যায়। পেঁয়াজ, রসুন, আদার দাম রমজানের জন্য বেশি।'

বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারে দাম বাড়ায় খুচরায় দাম বাড়াতে বাধ্য হচ্ছেন তারা।

ক্রেতাদের দাবি রমজানের আগে সাধারণ মানুষের কথা চিন্তা করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের কার্যকর উদ্যোগ নেয়া দরকার। সেজন্য বাজার মনিটরিং এর দিকে আরও জোর দেয়ার তাগিদ ভোক্তাদের।

আরও পড়ুন ভারতীয় পেঁয়াজে সয়লাব খাতুনগঞ্জ, খেজুরের দাম দ্বিগুণ