সাহিত্য
সংস্কৃতি ও বিনোদন
0

'৩০ পয়সার ৩ লক্ষ স্মৃতি'র মোড়ক উন্মোচন

আগামী প্রকাশনী থেকে প্রকাশিত লেখক ইসরাত জাহান নিরুর প্রথম গল্পের বই '৩০ পয়সার ৩ লক্ষ স্মৃতি'র মোড়ক উন্মোচন করা হয়েছে।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) অমর একুশে বইমেলার ২৩তম দিনে আগামী ‌প্রকাশনীর ২৩ নম্বর প্যাভিলিয়নে মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে একুশে পদকপ্রাপ্ত লেখক ও কথাসাহিত্যিক, নাট্যকার, বিশিষ্ট সাংবাদিক ইমদাদুল হক মিলন ও আগামী প্রকাশনীর স্বত্বাধিকারী বীর মুক্তিযোদ্ধা ওসমান গণি প্রমূখ উপস্থিত ছিলেন।

গ্রন্থটির প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর। বইটির লেখক ইসরাত জাহান নিরু জানান, এটি শুধুমাত্র গল্প নয়, তিনি যা লিখেছেন তা পারিপার্শ্বিকতার গল্প নিয়ে লেখা শৈশব, কৈশর, যৌবন জীবনের টুকরো কথা।

ইসরাত জাহান নিরুর বেড়ে ওঠা বরিশালের পটুয়াখালীতে। তার রচিত প্রথম কাব্যগ্রন্থ কবিতায় নক্ষত্র ঝরে।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর