যুদ্ধ
বিদেশে এখন
0

রাখাইন ও চিনে ১৭০টিরও বেশি ঘাঁটি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে

রাখাইন-চিন প্রদেশের পর কাচিন প্রদেশেও মিয়ানমার সেনাবাহিনীর একটি ঘাঁটি নিয়ন্ত্রণে নিয়েছে বিদ্রোহীরা। চীনা সীমান্তবর্তী মানসি শহরে ঘাঁটিটি বর্তমানে কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মির দখলে।

মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যম ইরাবতী জানায়, ঘাঁটি থেকে জান্তা সেনাদের উৎখাতে কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মিকে সহযোগিতা করে আরাকান আর্মি এবং কাচিন পিপল'স ডিফেন্স। চীনের নিকটবর্তী স্থায়ী নিরাপত্তা চৌকিটি মিয়ানমার সেনাবাহিনীর নিয়ন্ত্রণে ছিল দীর্ঘ ৩০ বছর।

চারদিনের লড়াইয়ে বিদ্রোহীদের ওপর ৬০ বারের বেশি বিমান হামলা চালিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি জান্তা সেনারা। সংঘাতে প্রাণ গেছে কমপক্ষে ছয় বেসামরিক নাগরিকের, ভিটেমাটি ছেড়েছে কমপক্ষে পাঁচ গ্রামের বাসিন্দারা।

অক্টোবর থেকে সমন্বিত আক্রমণে রাখাইন ও চিন প্রদেশের ১৭০টির বেশি সামরিক ঘাঁটি ও সাতটি শহর থেকে জান্তা সেনাদের উৎখাত করেছে মিয়ানমারের বিদ্রোহীরা।

ইএ