প্রবাস
0

মাতৃভাষা দিবস ঘিরে ইতালিতে নানা আয়োজন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইতালিতে বাংলাদেশি নতুন প্রজন্মের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো- বর্ণমালা, আবৃত্তি, চিত্রাঙ্কন ও সঙ্গীত প্রতিযোগিতা। স্বদেশকে জানার এই সময়োপযোগী আয়োজন আরও বড় পরিসরে করার তাগিদ প্রবাসী বাংলাদেশিদের।

এমন আয়োজনে ভিন্ন সংস্কৃতিতে বেড়ে ওঠা শিশুরা পাচ্ছে বাংলা সংস্কৃতির ছোঁয়া। কোমল হাতের স্পর্শে আর মনের রঙে রাঙিয়ে ভাষা আন্দোলনকে ফুটিয়ে তুলেছে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্ম।

একুশ আমার চেতনা-স্লোগানে অঙ্কুর এভাবেই রঙিন একটি বাংলাদেশকে এঁকে দিচ্ছে প্রবাসে বেড়ে ওঠা শিশু কিশোরদের হৃদয়ের ক্যানভাসে। এমন আয়োজন সময়ের দাবি বলে মন্তব্য অভিভাবকদের।

তারা বলেন, 'এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের প্রবাসের শিশুরা বাংলার আসল ইতিহাস ও সংস্কৃতি সমন্ধে জানতে পারবে। প্রবাসে বসে বাচ্চাদেরকে বাংলা ভাষা সম্পর্কে জানাতে পেরে আমরা খুশি।'

এক যুগের ইতিহাসে এবারই প্রথমবারের মতো সম্মানসূচক একুশে পদক দিলো অঙ্কুর। ইতালিতে বিশেষ অবদান রাখায় রোমের প্রবীণ সাংবাদিক লুৎফর রহমান পান এই সম্মাননা।

আয়োজকদের প্রত্যাশা প্রবাসে বাংলাদেশকে জানানোর আয়োজনের পরিসর বৃদ্ধি পাবে প্রতিনিয়ত।

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর