আদালত বলেছেন, 'স্বাস্থ্য অধিদপ্তরের কমিটির রিপোর্ট আমাদের মনঃপূত হয়নি। আমরা পাঁচ সদস্যের নতুন কমিটি করে দিচ্ছি।'
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
কমিটিতে তিনজন চিকিৎসক, দুইজন সিভিল সোসাইটির ব্যক্তি ও একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে রাখা হয়েছে।
এর আগে গত ২৮ জানুয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত প্রতিবেদন হাইকোর্টে দাখিল করা হয়। পরদিন ২৯ জানুয়ারি হাইকোর্ট এই রিপোর্টকে লোক দেখানো ও হাস্যকর বলে মন্তব্য করেন।