দেশে এখন
0

গাজায় গণহত্যা বন্ধে বিশ্ব নেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

'ফিলিস্তিনিদের নিজস্ব রাষ্ট্র গঠনের অধিকার রয়েছে'

গাজায় গণহত্যা বন্ধে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিউনিখ নিরাপত্তা সম্মেলনে তুর্কিয়েভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সিকে দেয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সবসময় গণহত্যার বিরুদ্ধে। জানান, ফিলিস্তিনি জনগণের নিজস্ব রাষ্ট্র গঠনের অধিকার রয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, 'আমরা সবসময় গণহত্যার বিরুদ্ধে। গাজায় যা হচ্ছে তা গণহত্যা। সুতরাং আমরা এটাকে কখনও সমর্থন করবো না। গাজার মানুষদেরও বাঁচার অধিকার আছে। এটা খুবই দুঃখজনক। আমাদের এই যুদ্ধ বন্ধে ভূমিকা রাখা উচিত। ফিলিস্তিনের মানুষের তাদের নিজ দেশে থাকার অধিকার আছে।'

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর