তিন বছরের জন্য নিউইয়র্কে যাবতীয় ব্যবসায়িক কার্যক্রমেও নিষিদ্ধ হয়েছেন ট্রাম্প। মামলার আরও দুই আসামী তার দুই ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও এরিক ট্রাম্পকেও ৪০ লাখ ডলার করে জরিমানা এবং ব্যবসায়ে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে আদালত।
মামলার অভিযোগপত্রে বলা হয়, বড় অঙ্কের ঋণ নিতে নিজেদের সম্পত্তির পরিমাণ নিয়ে মিথ্যা তথ্য দিয়েছেন ট্রাম্প। শত শত কোটি ডলারের সম্পত্তি বাড়িয়ে দেখিয়েছেন। অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ৭৭ বছর বয়সী এই ধনকুবের ও রিপাবলিকান রাজনীতিক। জানিয়েছেন, রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন তিনি।
চলতি বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে তৎপর এ নেতার দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে তার বিরুদ্ধে এ রায় দিয়েছে আদালত।