অর্থনীতি , আমদানি-রপ্তানি
দেশে এখন
0

ফার্নিচার রপ্তানিতে রেকর্ড ছুঁয়েছে বাংলাদেশ

বছরে একশো মিলিয়ন ডলার ফার্নিচার রপ্তানির রেকর্ড ছুঁয়েছে বাংলাদেশ। এক দশকে ফার্নিচার রপ্তানিও বেড়েছে ৪শ' শতাংশের বেশি। এই খাতের রপ্তানিতে বাংলাদেশের অবস্থান এখন ৩৬তম। এই সম্ভাবনাময় গল্পে দেশিয় ব্র্যান্ডের পাশাপাশি অগ্রসর অবস্থানে অনেক বিদেশি প্রতিষ্ঠানও। বিনিয়োগ ও রপ্তানি খাতে জাগাচ্ছে নতুন আশার আলো।

অত্যাধুনিক পরিসরে চেয়ার টেবিল তৈরির কর্মযজ্ঞ চলছে চট্টগ্রাম কর্ণফুলি ইপিজেডের ট্রেনডেক্স ফার্নিচারে। ৩২ হাজার ৯০০ স্কয়ার ফিট জায়গাজুড়ে সুবিশাল এই কারখানা দেশের অন্যতম বৃহত্তম আসবাব কারখানা। তাইওয়ানভিত্তিক এই প্রতিষ্ঠান ২০০৮ সাল থেকে তৈরি করে আসছে বিশ্বমানের চেয়ার, টেবিল ও ক্যাবিনেট।

বিশ্বব্যাপী এখন ফার্নিচারের বাজার এখন ৬৫২ বিলিয়ন মার্কিন ডলার। যা আগামী ৫ বছরে ৮৫০ বিলিয়নে দাঁড়াবে। বিশ্ববাজারে বাংলাদেশের অবস্থান ০.০৩ শতাংশ হলেও নতুন পরিসংখ্যান আলোর পথ দেখাচ্ছে। কারণ ২০২১-২২ অর্থবছরে আসবাব রপ্তানিতে নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। করেছে আগের বছরের চাইতে ৩৮.৮৭ শতাংশ বেশি আসবাব রপ্তানি।

এখানকার আসবাবের কাঁচামাল বা কাঠের উপাদান আমদানি করা হয় ইন্দোনেশিয়া থেকে। চার থেকে পাঁচ ধাপে চলে আসবাব তৈরির কাজ। পণ্যের উৎস থেকে যন্ত্রাংশ সব কিছুতেই গুরুত্ব পায় আন্তর্জাতিক মান ও নীতিমালা।

ট্রেনডেক্স ফার্ণিচার’র অপারেশন বিভাগের জিএম লিও শিহ হুং জানান, 'চেয়ার, টেবিল ও ক্যাবিনেট আমাদের সবথেকে উল্লেখযোগ্য আসবাবপত্র। ২০০৮ সাল থেকে বিশ্বমানের ফার্নিচার তৈরি করছি আমরা'।

আসবাবপত্র খাতে কর্মসংস্থানের জড়িত প্রায় ২৫ লাখ মানুষ। বিশ্বমানের আসবাব বানাতে এ খাতে প্রতিনিয়ত যোগ হচ্ছে আধুনিক প্রযুক্তির ব্যবহার। তৈরি হচ্ছে দক্ষ জনবল। বিশ্ববাজারে বাড়ছে বাংলাদেশের ব্র্যান্ডিং।

ট্রেনডেক্স ফার্নিচারের কমার্শিয়াল অ্যান্ড এডমিন বিভাগের ম্যানেজার জিয়াউল করিম জানান, আপাতত ৪০-৬০ মিলিয়ন ডলার পর্যন্ত রপ্তানি করা হয়েছে। যার পরবর্তী লক্ষ্যমাত্রা ৮০ মিলিয়ন ডলার।

দশকের ব্যবধানে বাংলাদেশ থেকে আসবাব রফতানি বেড়েছে ৪০০ শতাংশের বেশি। রপ্তানি হচ্ছে বিশ্বের ৬১টি দেশে। ২০১১-২০১২ অর্থবছরে যেখানে রপ্তানি ছিল ২৭.১৪ মিলিয়ন মার্কিন ডলার, তা ২০১৯-২০২০ অর্থবছরে দাঁড়ায় ৭৬.৪১ মিলিয়ন মার্কিন ডলারে। আর ২০২১-২০২২ অর্থবছরে তা রেকর্ড ছুয়ে হয়ে দাঁড়ায় ১১০ মিলিয়ন ডলার।

বর্তমানে বিশ্বে আসবাবপত্রের বাজার ৬৫০ বিলিয়ন ডলারের। আর বছরে ১১০.৩৬ মিলিয়ন ডলারের আসবাবপত্র রপ্তানি করে বাংলাদেশ রয়েছে ৩৬ তম স্থানে।