পরিষেবা
অর্থনীতি
0

পণ্য আমদানিতে এইচএস কোড জটিলতা নিরসনের দাবি

চট্টগ্রাম

ডলার সংকটের সঙ্গে মূল্যস্ফীতি এবং ব্যাংক ঋণের উচ্চ সুদহারের কারণে দেশের বেসরকারি খাত চরম সংকটে। এতে কমেছে বিনিয়োগও।

উন্নয়নশীল দেশের দ্বারপ্রান্তে বাংলাদেশ। যদিও বৈশ্বিক মন্দা, ডলার সংকটে এলসি জটিলতা ও ডলারের উচ্চমূল্যের কারণে চ্যালেঞ্জের মুখে দেশের শিল্পখাত। চলমান অর্থনৈতিক সংকটে এনবিআর চেয়ারম্যানের সাথে প্রাক-বাজেট আলোচনায় আগামী অর্থবছরের বাজেটে কর ও শুল্ক সহনীয় রাখার দাবি জানিয়েছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স।

সভায় করমুক্ত আয়সীমা চার লাখ করা, ভ্যাটের হার ১৫ থেকে কমিয়ে ৮ শতাংশ করা, অডিটের নামে হয়রানি বন্ধসহ আয়কর, ভ্যাট ও শুল্ক বিষয়ে ৯৮টি প্রস্তাবনা উপস্থাপন করেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি ওমর হাজ্জাজ।

মতবিনিময় সভায় গ্রিন কারখানা স্থাপনে উৎসাহিত করতে সোলার প্যানেলের ইনভার্টার আমদানিতে শুল্ক কর কমানোর দাবি জানান শিল্প উদ্যোক্তারা।

বিএসআরএমের এমডি আমীর আলী হোসেইন বলেন, ' বিজনেস প্রসেস ও পেমেন্ট সহজ করার দিকে নজর দিতে হবে।'

কাস্টমস কর্মকর্তারা বিভিন্ন পণ্যের অতিরিক্ত মূল্য নির্ধারণ করে শুল্কায়ন করায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন- এমন অভিযোগ করে এর প্রতিকার চান ব্যবসায়ীরা। ব্যাংকগুলো ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের কাছ থেকে অযৌক্তিকভাবে চার্জ নিচ্ছে এবং আমদানি-রপ্তানি পণ্য পরিবহনের সঙ্গে যুক্ত শিপিং এজেন্ট ও ফ্রেইট ফর ওয়ার্ডাররা বিভিন্ন খাতে দ্বিগুণ, তিনগুণ চার্জ নিচ্ছে বলেও অভিযোগ তাদের।

চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি তরফদার রুহুল আমিন বলেন, 'ব্যবসায়ীদের জন্য যারা কাজ করে যাচ্ছি বা সরকারের সাথে যারা কাজ করছি, আমাদের কর অব্যহতি দেয়ার জন্য আমি অনুরোধ করছি।'

সভায় এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম বলেন, শুধু রাজস্ব আদায় নয়, রপ্তানি বাড়ানো ও শিল্পোন্নত দেশ গড়ার লক্ষ্য বাস্তবায়নে সবদিকে নজর রেখেই বাজেট ও রাজস্বনীতি প্রণয়ন করা হয়। সব ধরনের শিল্পের সুরক্ষায় এনবিআর নীতি সহায়তা দিচ্ছে বলেও জানান তিনি।

এলডিসি গ্র্যাজুয়েশন পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যবসায়ীদের সহযোগিতা চান এনবিআর চেয়ারম্যান।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর