দেশে এখন
0

একনেকে ৯ প্রকল্পের অনুমোদন

একনেকের বৈঠকে ৯ টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। যার প্রকল্প ব্যয় ৪ হাজার ৪শ' ৫৩ কোটি ২১ লাখ টাকা।

আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে বৈঠকে এ সিদ্ধান্ত নেয় একনেক। ৩ ঘণ্টার বৈঠকে আলোচনার টেবিলে অনুমোদনের জন্য উপস্থাপন করা হয় ১০ টি প্রকল্প। এরমধ্যে ৪ হাজার ৪৫৩ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে ০৯টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়।

একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনা সচিব সত্যজিত কর্মকার জানান, অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে কর্মসংস্থান সৃষ্টির লক্ষে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কার্যক্রমও রয়েছে। বলেন, '৯ টি প্রকল্প অনুমোদন হয়েছে। আর একটি প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে।'

অনুমোদিত প্রকল্পগুলো হলো_

১. দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা।

২. বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধীনে সুপার স্পেশালাইজড হাসপাতাল স্থাপন (দ্বিতীয় সংশোধিত)।

৩. পিডিএফের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প (দ্বিতীয় পর্যায়)।

৪. ঢাকা জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন।

৫. ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মিনিন্সটারমিং প্রজেক্ট।

৬. ইন্ট্রিগেটিং ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপশন ইনটু সাসটেইনেবল ডেভেলপমেন্ট পাথওয়েজ অব বাংলাদেশ প্রকল্প।

৭. ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড স্মার্ট প্রি-পেমেন্ট মিটারিং (দ্বিতীয় পর্যায়)।

৮. দুদকের খুলনা, রংপুর, রাজশাহী, বরিশাল এবং সিলেট বিভাগীয় কার্যালয়ের ভবন নির্মাণ।

৯. ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ।

চট্টগ্রাম মহানগরীর পয়ঃনিষ্কাশন ব্যবস্থা স্থাপনের সংশোধিত প্রকল্প একনেকে প্রস্তাব করা হলেও তা ফেরত দেওয়া হয়।

এসএস