অন্য সব খেলা
এখন মাঠে
0

চারটি স্বর্ণপদক জিতলেন অ্যাথলেট শিরিন

অ্যাথলেট শিরিনের বিকল্প যেন শিরিন নিজেই। ৪৭তম জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় চারটি স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশ নৌবাহিনীর এই অ্যাথলেট।

১০০ মিটার স্প্রিন্টে সেরা হওয়াটা যেন নিয়মেই পরিণত করেছেন শিরিন আক্তার। কারণ, এখন পর্যন্ত ১৫ বার দ্রুততম মানবীর মুকুট পড়েছেন তিনি। এবারের জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় ১০০ মিটার দৌড়ে সেরা হয়েই ক্ষান্ত হননি বাংলাদেশ নৌবাহিনীর অ্যাথলেট, ২০০ মিটারেও জিতে নিয়েছেন স্বর্ণপদক।

শুধু তাই নয়, টাইমিংয়েও ছাড়িয়ে গেছেন নিজেকে। ৪৭তম আসরে ২০০ মিটার স্প্রিন্টে তার টাইমিং ছিলো ২৪.৬৮, আগে তা ছিল ২৪.৯৭। ১৫০ ও ৪০০ মিটার রিলে দৌড়েও সেরা হয়েছেন শিরিন। ফলে তাকে নিয়ে উল্লাসে মাতে নৌবাহিনীর অ্যাথলেটরা। এবার মোট চার পদক জিতে বেশ আনন্দিত দেশের দ্রুততম মানবী।

শিরিন আক্তার বলেন, ‘৩০০ মিটার পর্যন্ত আমি আমার মতো দৌড়েছিলাম। আর এরপর দর্শকদের জন্য দৌড়েছিলাম।'

এবারের চ্যাম্পিয়নশিপে শিরিনের সঙ্গে প্রতিযোগিতায় যারা ছিলেন তাদেরও প্রশংসা করেন তিনি।

শিরিন আরও বলেন, ‘সব ইভেন্টেই প্রতিযোগিতা হয়েছে। সবাই ভালো চেষ্টা করেছে।'

কয়েকবছর ধরে দ্রুততম মানব অথবা মানবীতে ঘুরেফিরে কয়েকজনকেই দেখা যাচ্ছে। কোন নতুন মুখ কেন সেরা হওয়ার দৌড়ে নেই? এমন প্রশ্নের সদুত্তর নেই ফেডারেশনের কাছে।

বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু বলেন, ‘আমাদের অনেক অ্যাথলেটের ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় খেলার আগ্রহ থাকে। এজন্য তাদের সাপোর্ট প্রয়োজন। আর শুধু ফেডারেশনের নয়, প্রাতিষ্ঠানিক স্পন্সর থেকে শুরু করে সব ধরনের সহযোগিতা তাদের দরকার।’

অ্যাথলেটরা মনে করেন, অ্যাথলেটিক্সের বৈশ্বিক আসরে প্রত্যাশিত ফলাফল আনতে ঘরোয়া প্রতিযোগিতায় গুরুত্ব দিতে হবে।

এই সম্পর্কিত অন্যান্য খবর